টেলিকম দুনিয়ায় আবার বাজিমাত করার পথে কেন্দ্রীয় সরকার পরিচালিত সংস্থা BSNL। যখন Airtel, Jio-এর মতো বড় বেসরকারি সংস্থাগুলি একের পর এক রিচার্জের দাম বাড়াচ্ছে, ঠিক সেই সময় বিপরীত পথে হাঁটছে BSNL। কম খরচে গ্রাহকদের কাছে পৌঁছে দিতে নিয়ে আসা হয়েছে দু’টি নতুন রিচার্জ প্ল্যান, যার দাম শুরু মাত্র ৯৯ থেকে। BSNL-এর এই নতুন পদক্ষেপে চাপে পড়তে পারে Airtel, Jio, Vi-এর মতো প্রতিযোগীরা। সরকারি সংস্থাটির লক্ষ্য একটাই—কম খরচে বেশি পরিষেবা দিয়ে গ্রাহকদের ফের টানার চেষ্টা।
কী থাকছে ৯৯-এর প্ল্যানে?
নতুন ৯৯ রিচার্জে থাকছে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা। তবে এই প্ল্যানের ভ্যালিডিটি ১৭ দিন। সঙ্গে মিলবে ৫০ এমবি ডেটা, যা যদিও খুব বেশি না, কিন্তু যারা শুধুমাত্র কলিংয়ের জন্য ফোন ব্যবহার করেন, তাঁদের জন্য যথেষ্ট।
আর ১৪৭-এর প্ল্যানে কী মিলবে?
১৪৭ মূল্যের দ্বিতীয় প্ল্যানে গ্রাহকরা পাবেন আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি ১০ জিবি ডেটা। এই প্ল্যানের বৈধতা ৩০ দিন। যারা নিয়মিত ডেটা ব্যবহার করেন, তাঁদের জন্য এই অফার অনেক বেশি লাভজনক।
বাজারে প্রতিযোগিতা বাড়ছে
টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)-এর সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, মে মাসে Airtel ও Jio-র গ্রাহক সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অথচ BSNL-এর গ্রাহক সংখ্যা প্রায় স্থির রয়েছে। এমন অবস্থায় নতুন অফার দিয়ে পুরনো গ্রাহকদের ধরে রাখা ও নতুনদের আকৃষ্ট করাই BSNL-এর মূল উদ্দেশ্য।
বেসরকারি সংস্থার দামের চাপের মুখে সস্তার বিকল্প
বর্তমানে Airtel ও Jio-র একাধিক প্ল্যানে দাম বেড়ে গিয়েছে। ফলে অনেক গ্রাহকই সস্তার বিকল্প খুঁজছেন। ঠিক এই সময় BSNL-এর নতুন ৯৯ ও ১৪৭ প্ল্যান গ্রাহকদের দিচ্ছে টাকার মূল্য অনুযায়ী পরিষেবার আশ্বাস।
আগামী দিনে উন্নত ৪G ও আসছে ৫G
BSNL শুধু প্ল্যান সস্তা করছে না, সঙ্গে সঙ্গে তারা ৪G পরিষেবা উন্নত করার কাজও চালাচ্ছে। সংস্থার তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে দেশের একাধিক জায়গায় ৫G সার্ভিস চালু করার পরিকল্পনাও রয়েছে। ফলে নতুন প্রযুক্তির দিক থেকেও তারা পিছিয়ে থাকতে চায় না।
প্রশ্নোত্তর
১. ৯৯-এর BSNL প্ল্যানে ঠিক কী কী সুবিধা মিলছে?
➤ এই প্ল্যানে মিলবে আনলিমিটেড কলিং ও ৫০ এমবি ডেটা। বৈধতা ১৭ দিন।
২. ১৪৭-এর প্ল্যানটি কাদের জন্য উপযোগী?
➤ যাঁরা নিয়মিত ডেটা ব্যবহার করেন, তাঁদের জন্য এই প্ল্যান ভাল। এতে মিলবে ১০ জিবি ডেটা ও ৩০ দিনের ভ্যালিডিটি।
৩. অন্য অপারেটরের তুলনায় BSNL-এর প্ল্যান কতটা সস্তা?
➤ Airtel ও Jio-র সাম্প্রতিক রিচার্জ বাড়ানোর পর BSNL-এর প্ল্যান তুলনামূলকভাবে অনেক সস্তা।
৪. BSNL-এর ৫G কবে থেকে চালু হতে পারে?
➤ সংস্থার তরফে এখনও নির্দিষ্ট দিন জানানো না হলেও ৫G চালুর প্রস্তুতি চলছে।
৫. এখন BSNL-এর কোন প্ল্যানটি সবচেয়ে জনপ্রিয়?
➤ নতুন ১৪৭ প্ল্যানটি ডেটা ও কলিং সুবিধা মিলিয়ে অনেকের পছন্দের তালিকায় উঠে এসেছে।