Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

Indian Railways: স্বস্তির খবর! রেল প্রকল্পে কাজ শুরু, হাওড়া স্টেশনের চাপ কমাতে আসছে নতুন স্টেশন

হাওড়া থেকে বাঁকুড়া কিংবা পুরুলিয়া—এই রুটে ট্রেনে যাওয়া আরও দ্রুত এবং সহজ হতে চলেছে। বহু প্রতীক্ষিত Tarakeswar–Bishnupur রেল প্রকল্পে অবশেষে গতি এসেছে। প্রকল্পের অন্তর্গত Bhabadighi অঞ্চলে ৬০০ মিটার দীর্ঘ রেল ব্রিজ তৈরির কাজ সম্প্রতি শুরু হয়েছে।

Tarakeswar–Bishnupur রেল প্রকল্পের গুরুত্ব

৮২.৪৭ কিমি দীর্ঘ এই রেল প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণবঙ্গের একাধিক জেলার সঙ্গে হাওড়ার সংযোগ আরও মজবুত হবে। এই প্রকল্প শুধু যাতায়াতের সময় কমাবে না, বরং রাজ্যের অভ্যন্তরীণ ট্রান্সপোর্ট নেটওয়ার্ককে আরও কার্যকর ও মসৃণ করে তুলবে। Tarakeswar থেকে Goghat পর্যন্ত রেললাইন ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। পাশাপাশি Bishnupur থেকে Jayrambati পর্যন্ত ট্র্যাকের CRS (Commission of Railway Safety) পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। অন্যদিকে Kamarpukur থেকে Jayrambati অংশে দ্রুতগতিতে কাজ এগোচ্ছে এবং Kamarpukur স্টেশন নির্মাণও সম্পূর্ণ হয়েছে।

আইনি বাধা কেটে গেল, গতি পেল প্রকল্প

২০২৪ সালের মার্চে কলকাতা হাইকোর্ট এই প্রকল্পের পক্ষে রায় দেয়। এর ফলে জমি সংক্রান্ত আইনি জট দ্রুত কাটিয়ে কাজ শুরু করা সম্ভব হয়েছে। প্রশাসনিক স্তরে রাজ্য সরকার ও রেল দপ্তরের একাধিক যৌথ বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান করা হয়েছে।

রেল পরিষেবায় নতুন দিগন্ত

এই প্রকল্প সম্পূর্ণ হলে হাওড়া থেকে বাঁকুড়া ও পুরুলিয়া পর্যন্ত যাত্রার দূরত্ব অনেকটাই কমবে। ফলে যাত্রীরা সময় ও খরচ—দুই দিক থেকেই উপকৃত হবেন। একদিকে নতুন ট্রেন পরিষেবা পাবে গ্রামীণ এলাকাগুলি, অন্যদিকে ব্যবসা-বাণিজ্য ও পর্যটন ক্ষেত্রেও গতি আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রশ্নোত্তর (FAQ)

১. Tarakeswar–Bishnupur প্রকল্পটি কত কিলোমিটার দীর্ঘ?
→ প্রকল্পটি মোট ৮২.৪৭ কিলোমিটার দীর্ঘ।

২. এই প্রকল্পের আওতায় নতুন কোন ব্রিজ নির্মাণ হচ্ছে?
→ Bhabadighi অঞ্চলে ৬০০ মিটার দীর্ঘ একটি রেল ব্রিজ নির্মাণ হচ্ছে।

৩. কোন কোন রুটে রেল পরিষেবা ইতিমধ্যেই চালু হয়েছে বা প্রস্তুত?
→ Tarakeswar–Goghat এবং Bishnupur–Jayrambati অংশে রেললাইন তৈরি এবং CRS অনুমোদন সম্পন্ন।

৪. Kamarpukur–Jayrambati সেকশনে কাজের অগ্রগতি কেমন?
→ এখানে নির্মাণ কাজ পূর্ণ গতিতে চলছে এবং Kamarpukur স্টেশন ইতিমধ্যেই নির্মিত হয়েছে।

৫. এই প্রকল্প শেষ হলে কী কী সুবিধা মিলবে সাধারণ যাত্রীদের?
→ হাওড়া থেকে বাঁকুড়া ও পুরুলিয়া রুটে সময় কমবে, নতুন ট্রেন পরিষেবা মিলবে এবং যাতায়াতে সুবিধা বাড়বে।