Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

LIC Scheme: পরিবারের ভবিষ্যৎ আর চিন্তা নয়, LIC-এর এই নতুন স্কিমে মিলবে নিশ্চিন্ত জীবন

সাধারণ মানুষের ভবিষ্যৎ সুরক্ষা ও সঞ্চয়ের দিশা দেখাতে এল এলআইসি-র (LIC) নতুন উদ্যোগ। একটানা দু’টি নতুন পলিসি চালু করে ইনশিওরেন্স বাজারে চাঞ্চল্য সৃষ্টি করল ভারতের সর্ববৃহৎ জীবনবিমা সংস্থা। Nav Jeevan Shree Plan 912 এবং Nav Jeevan Shree Single Premium Plan 911—এই দুটি পরিকল্পনা মূলত সেভিংস ও লাইফ কভারের একত্র সমন্বয়, যেখানে রয়েছে গ্যারান্টিড অ্যাডিশনের প্রতিশ্রুতি।

Plan 912 মূলত একটি লিমিটেড প্রিমিয়াম এন্ডাউমেন্ট পলিসি। এই স্কিমে প্রতি বছর ৮.৫% থেকে ৯.৫% গ্যারান্টিড অ্যাডিশন দেওয়া হবে, যা নির্ধারিত হবে বেছে নেওয়া পলিসি টার্ম অনুযায়ী। প্রিমিয়াম পরিশোধের সময়সীমা নির্ধারিত রয়েছে ৬, ৮, ১০ অথবা ১২ বছর। পলিসির টার্ম হতে পারে ১০ থেকে ২০ বছরের মধ্যে। এই পরিকল্পনায় ন্যূনতম বীমা পরিমাণ ধার্য করা হয়েছে ৫ লক্ষ। অন্যদিকে, Plan 911 হল একটি Single Premium পলিসি, যেখানে শুধুমাত্র একবার প্রিমিয়াম জমা দিলেই প্রতি ১০০০ মূল বিমায় বছরে ৮৫ গ্যারান্টিড অ্যাডিশন মিলবে টার্ম শেষ না হওয়া পর্যন্ত। এই স্কিমে ন্যূনতম বিমা পরিমাণ ₹১ লক্ষ নির্ধারিত হয়েছে।

দুই পলিসিতেই আবেদনকারীর ন্যূনতম বয়সসীমা ৩০ দিন থেকে শুরু। Plan 912–এর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৬০ বছর এবং Plan 911–এ বেছে নেওয়া বিকল্প অনুযায়ী সর্বোচ্চ ৪০ অথবা ৬০ বছর পর্যন্ত নেওয়া যাবে। এই দুটি নতুন স্কিমেই রয়েছে টার্মের শেষে কিংবা বিমাধারকের মৃত্যুজনিত পরিস্থিতিতে গ্যারান্টিড অ্যাডিশন-সহ মোট বিমা পরিমাণ ফেরতের ব্যবস্থা। ফলে শুধু সঞ্চয় নয়, ভবিষ্যতের সুরক্ষাও নিশ্চিত হয় এই পলিসির মাধ্যমে।

 প্রশ্নোত্তরে জেনে নিন গুরুত্বপূর্ণ দিকগুলি:

১. দুইটি পলিসির মধ্যে পার্থক্য কী?
→ Plan 912–এ নিয়মিত প্রিমিয়াম দিতে হবে; Plan 911–এ একবারেই পুরো প্রিমিয়াম জমা দিতে হয়।

২. গ্যারান্টিড অ্যাডিশন কীভাবে নির্ধারিত?
→ Plan 912–এ বছরে ৮.৫%–৯.৫%; Plan 911–এ প্রতি ১,০০০ বিমায় ৮৫ প্রতি বছর।

৩. বয়সসীমা কী?
→ Plan 912: ৩০ দিন–৬০ বছর; Plan 911: অপশনের ভিত্তিতে ৩০ দিন–৪০ বা ৬০ বছর পর্যন্ত।

৪. ন্যূনতম বিমা কত টাকা?
→ Plan 912–এ ৫ লক্ষ, Plan 911–এ ১ লক্ষ।

৫. এই পলিসিগুলি কবে থেকে পাওয়া যাচ্ছে?
→ ৪ জুলাই ২০২৫ থেকে সমস্ত LIC এজেন্ট ও শাখায় উপলব্ধ।