কলকাতা থেকে বনগাঁর দিকে চলাচল করা যাত্রীদের জন্য এবার আসছে এক নতুন স্বস্তির খবর। শিয়ালদা ডিভিশনে প্রথমবারের মতো চালু হতে চলেছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত (AC) লোকাল ট্রেন, যা একদিকে যেমন আরামদায়ক হবে, তেমনি থাকবে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও। রেল সূত্রে জানা গিয়েছে, আগামী শুক্রবার থেকে শিয়ালদা-বনগাঁ রুটে দুটি গ্যালপিং AC লোকাল ট্রেন পরিষেবা শুরু করবে। এর মধ্যে প্রথম ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১৮ জুলাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে। যাত্রী পরিষেবা সেদিন থেকেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
এখন প্রশ্ন হচ্ছে, এই AC লোকাল ট্রেনে চড়তে কত খরচ হবে? জানা গিয়েছে, শিয়ালদা–বারাসাত রুটে দৈনিক ভাড়া পড়বে ৫৬, হাবড়া ৮০, গোবরডাঙা ৯৯ এবং বনগাঁ পর্যন্ত যেতে খরচ হবে ১৯০। ডুমডুম পর্যন্ত যাতায়াতের জন্য ভাড়া ধরা হয়েছে ২৯। যাঁরা প্রতিদিন যাতায়াত করেন, তাঁদের জন্য রেল দফতর মাসিক পাসও চালু করতে চলেছে। তার মূল্য নির্ধারণ করা হয়েছে রুট অনুযায়ী—শিয়ালদা–হাবড়া ২৭২০, গোবরডাঙা ২০৯০ এবং বনগাঁ রুটে সর্বোচ্চ ২২,০২০ পর্যন্ত।
শুধু আরামই নয়, এই নতুন AC ট্রেনগুলিতে থাকছে মেট্রো রেলের আদলে বেশ কিছু অত্যাধুনিক প্রযুক্তিগত সুবিধা। প্রতিটি কামরায় থাকবে স্বয়ংক্রিয় দরজা, CCTV ক্যামেরা, GPS-ভিত্তিক ঘোষণা ব্যবস্থা, এমনকি talk-back সিস্টেম—যার মাধ্যমে যাত্রীরা প্রয়োজনে ট্রেন গার্ড বা চালকের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। রেল কর্তৃপক্ষের মতে, এই পদক্ষেপ যাত্রী নিরাপত্তাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। Sealdah–Bangaon শাখা বহুদিন ধরেই একটি ব্যস্ত রুট। দৈনিক হাজার হাজার যাত্রী যাতায়াত করেন এই পথে। এবার এই নতুন ট্রেন পরিষেবার মাধ্যমে যাত্রীদের জন্য একটি স্বস্তিদায়ক, ঝকঝকে এবং নিরাপদ যাত্রার নতুন দিগন্ত খুলে যাবে বলে আশা করা হচ্ছে।
প্রশ্নোত্তর (FAQ):
১. কবে থেকে চালু হচ্ছে শিয়ালদা–বনগাঁ AC লোকাল ট্রেন?
→ আগামী শুক্রবার থেকে ট্রেন চলবে এবং আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১৮ জুলাই।
২. দৈনিক এবং মাসিক পাসের ভাড়া কত নির্ধারণ করা হয়েছে?
→ দৈনিক ভাড়া ২৯–১৯০ পর্যন্ত এবং মাসিক পাস ২০৯০–২২,০২০ পর্যন্ত নির্ধারিত।
৩. এই ট্রেনে কী ধরনের আধুনিক প্রযুক্তি থাকছে?
→ স্বয়ংক্রিয় দরজা, GPS-ভিত্তিক ঘোষণা, CCTV এবং talk-back সিস্টেম থাকবে।
৪. গ্যালপিং AC লোকাল ট্রেন মানে কী?
→ গ্যালপিং ট্রেন মানে যেটি নির্দিষ্ট কিছু স্টেশনে থেমে দ্রুতগতিতে চলবে।
৫. যাত্রীদের নিরাপত্তার জন্য রেলে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?
→ CCTV ও talk-back ব্যবস্থার মাধ্যমে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।