Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

২০০০ টাকার নোট নিয়ে RBI-র বড় ঘোষণা! বাজারে না থাকলেও বৈধতা থাকছে এইভাবে

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI) সংসদের অর্থনৈতিক বিষয়ক কমিটিকে জানিয়েছে, ২০২৩ সালের ১৯ মে থেকে বাজারে আর ছাড়া হচ্ছে না ২০০০ টাকার নোট। তবে এই নোট এখনও বাতিল হয়নি, মান্যতা রয়েছে আগের মতোই। সাধারণ মানুষ তাদের কাছে থাকা নোট ব্যবহার করতে পারবেন, যদিও এখন আর ব্যাঙ্কে জমা বা এক্সচেঞ্জ করা যাচ্ছে না। ২০২৩ সালের ৭ অক্টোবর পর্যন্ত ব্যাঙ্কে এই নোট বদল বা জমা দেওয়ার সুযোগ ছিল। এরপর সেই সুযোগ সীমাবদ্ধ হয়েছে শুধু ১৯টি নির্দিষ্ট RBI অফিসে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জুলাই পর্যন্ত প্রায় ৬,০৯৯ কোটি মূল্যের ২০০০ টাকার নোট এখনও সাধারণ মানুষের হাতে রয়ে গিয়েছে। তবে ২০২৪ সালের ডিসেম্বরের হিসেব বলছে, ২০০০ টাকার মোট নোটের ৯৮.০৮% ইতিমধ্যেই ফিরে এসেছে। একসময় ৩.৫৬ লক্ষ কোটি টাকার নোট চালু ছিল, যা নেমে এসেছে মাত্র ৬,৮৩৯ কোটিতে।

অন্যদিকে, চলতি অর্থবর্ষে জাল নোট শনাক্তকরণে বড়সড় চমক দিয়েছে RBI। ২০২৪-২৫ সালে ১.১২ লক্ষ জাল ৫০০ নোট পাওয়া গিয়েছে, যা আগের বছরের তুলনায় ৩৭ শতাংশ বেশি। এছাড়াও ₹১০০ (৫১,০৬৯টি), ₹২০০ (৩২,৬৬০টি) এবং ₹২০০০ (৩,৫০৮টি) মূল্যের জাল নোট পাওয়া গিয়েছে। এই প্রবণতা আর্থিক নিরাপত্তার দিক থেকে উদ্বেগজনক। RBI এই পরিস্থিতির মোকাবিলায় জাল নোট সনাক্তকরণ এবং প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার জোরদার করেছে। কেন্দ্র সরকারও বিষয়টি নিয়ে সতর্ক এবং প্রয়োজনে আরও কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে।

প্রশ্নোত্তর (FAQ)

১. এখন কি ২০০০ টাকার নোট দিয়ে লেনদেন করা যাবে?
হ্যাঁ, বাজারে চালু না থাকলেও ২০০০ টাকার নোট এখনও বৈধ এবং লেনদেনে ব্যবহারযোগ্য।

২. ব্যাঙ্কে কি এই নোট জমা বা বদলানো যাচ্ছে?
না, ৭ অক্টোবর ২০২৩-এর পর ব্যাঙ্কে এই নোট জমা বা এক্সচেঞ্জ করা যাচ্ছে না। তবে নির্দিষ্ট RBI অফিসে এখনও এই সুযোগ রয়েছে।

৩. কত শতাংশ ২০০০ টাকার নোট ফিরিয়ে এসেছে?
২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ৯৮.০৮ শতাংশ নোট ফেরত এসেছে।

৪. বর্তমানে কত টাকার ২০০০ টাকার নোট বাজারে আছে?
প্রায় ₹৬,০৯৯ কোটি টাকার ২০০০ টাকার নোট এখনও জনসাধারণের হাতে রয়ে গেছে।

৫. জাল নোটের পরিস্থিতি কেমন?
২০২৪-২৫ অর্থবর্ষে ৫০০ নোটে ৩৭% বেশি জাল নোট শনাক্ত হয়েছে। অন্যান্য নোটেও জালিয়াতির ঘটনা ঘটছে।