whatsapp channel

অল্প খরচে ইলেকট্রিক গাড়ি বানালেন এই শিক্ষক, এক চার্জেই ছুটবে ১০০ কিমি

অদূর ভবিষ্যতে পেট্রোল, ডিজেলের সীমিত পরিমাণের কথা মাথায় রেখে ইলেক্ট্রিক চালিত গাড়ি বা মোটর সাইকেলের দিকে নজর দেওয়া হচ্ছে বিশেষ ভাবে। ভারতের বাজারে ক্রমশই বাড়ছে ইলেক্ট্রিক গাড়ির চাহিদা। সেই কথা…

Avatar

HoopHaap Digital Media

Updated on:

অদূর ভবিষ্যতে পেট্রোল, ডিজেলের সীমিত পরিমাণের কথা মাথায় রেখে ইলেক্ট্রিক চালিত গাড়ি বা মোটর সাইকেলের দিকে নজর দেওয়া হচ্ছে বিশেষ ভাবে। ভারতের বাজারে ক্রমশই বাড়ছে ইলেক্ট্রিক গাড়ির চাহিদা। সেই কথা মাথায় রেখে একাধিক কোম্পানি তাদের ইলেক্ট্রিক গাড়ি আনছে বাজারে। এবার উত্তরপ্রদেশের এক শিক্ষক সস্তায় ইলেক্ট্রিক গাড়ি বানিয়ে চমকে দিলেন সকলকে। মাত্র ১ লক্ষ টাকার কম খরচে তিনি এই ইলেক্ট্রিক গাড়ি বানিয়েছেন।

গাড়িটির নির্মাতা মোহিপ সিং জানিয়েছেন, এই গাড়িটি বানাতে তাঁর খরচ হয়েছে ৮০ হাজার টাকা। একবার ফুল চার্জে গাড়িটি ১০০ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম এবং ঘরের সাধারণ চার্জিং পোর্টেই গাড়িটি চার্জ দেওয়া সম্ভব। আইটিএম এর প্রফেসর মোহিপ সিং বলেছেন, বহুদিন ধরেই তার ইচ্ছে ছিল সস্তায় একটি ইলেক্ট্রিক গাড়ি তৈরি করার। সেই সমস্ত মানুষ ও গাড়ির সুবিধে পাক যাদের আয় তুলনায় একটু কম। তিনি আরও জানিয়েছেন যে তার এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য এই লকডাউন তাকে অনেক সাহায্য করেছে। এই লকডাউনে তিনি তার এই স্বপ্ন নিয়ে ভাবার সময় পেয়েছিলেন। ইতিমধ্যেই তাঁর এই গাড়ি তিনটি তৈরির অর্ডার পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।
গাড়িটির কিছু ফিচার্স দেখে নিন একনজরে-

এটি একটি ফোর সিটার গাড়ি। অর্থাৎ চারজনের পরিবারের জন্য প্রস্তুত এই গাড়িটি।

গাড়িটিতে ১৫০০ ওয়াটের একটি মোটর ব্যবহার করা হয়েছে। একবার ফুল চার্জে গাড়িটি ১০০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে।

গাড়িটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪০ কিলোমিটার।

মাটি থেকে গাড়িটির উচ্চতা মাত্র ৬ ইঞ্চি। গাড়িটির ওজন ১২০ কিলোগ্রাম। গাড়িটিকে ফুল চার্জ করতে ২ ঘন্টা সময় লাগে।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media