Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

Google-এর বড় সিদ্ধান্ত! ১৫ জুলাই থেকে YouTube আয়ে বড় রদবদল, বন্ধ হচ্ছে পুরনো সিস্টেম

এক দশক পর বিদায় নিচ্ছে ইউটিউবের বহুল পরিচিত Trending ট্যাব। আগামী ১৫ জুলাই, ২০২৫ থেকে আর দেখা যাবে না সেই ট্যাব, যেটি এতদিন জনপ্রিয় ভিডিও, মিউজিক ও ট্রেলার সামনে তুলে আনত। তার বদলে ইউটিউব আনছে নতুন বিভাগভিত্তিক ট্রেন্ডিং ফিচার এবং কনটেন্ট মনিটরিং টুল।

কী বন্ধ হচ্ছে? কী আসছে?

২০১৫ সালে চালু হওয়া ‘Trending’ ট্যাব এতদিন ভাইরাল ভিডিও খোঁজার অন্যতম মাধ্যম ছিল। এবার সেই ফিচার সরিয়ে ইউটিউব চালু করছে ক্যাটেগরি-ভিত্তিক ট্রেন্ডিং বিভাগ, যার মধ্যে থাকবে—

  • Trending Music Videos

  • Weekly Top Podcast Shows

  • Movie Trailers

  • Top Videos

এই বিভাগগুলি ব্যবহার করে ইউজাররা এখন থেকে আরও নির্দিষ্টভাবে কনটেন্ট খুঁজে পেতে পারবেন।

বদল আসছে আয়েও

একই সঙ্গে মনিটাইজেশন নীতিতেও বড় পরিবর্তন আনছে ইউটিউব। আগামী ১৫ জুলাই থেকে ইউটিউবে আয় করতে গেলে ভিডিওতে অবশ্যই মূল কনটেন্ট নির্মাতার মুখ বা গলা থাকা আবশ্যক। অর্থাৎ নিজের কণ্ঠে ন্যারেশন বা নিজেকে দৃশ্যমান না করলে, সেই ভিডিও AdSense রাজস্ব পাবে না।

যাঁরা অন্যের তৈরি ভিডিও ব্যবহার করে কনটেন্ট বানাতেন, তাঁদের আয় বন্ধ হয়ে যেতে পারে। ইউটিউব স্পষ্ট করে জানিয়েছে—রিইউজড কনটেন্ট বা থার্ড-পার্টি ভিডিও-র উপর আর মনিটাইজেশন দেওয়া হবে না।

নতুন টুল আনছে ইউটিউব

নতুন একটি টুল আনার পরিকল্পনাও রয়েছে ইউটিউবের, যা কনটেন্ট নির্মাতাদের সাহায্য করবে বুঝতে, তাঁদের কোন ভিডিও বেশি জনপ্রিয় হয়েছে, কোন ধরণের কনটেন্ট ভিউয়ারদের বেশি টানছে। বিশেষ করে নতুন ইউটিউবারদের জন্য এই ফিচার বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে।

সমস্যায় পড়তে পারেন নতুন ইউটিউবাররা

একদিকে যেমন ইউটিউব আরও মূলত: অরিজিনাল কনটেন্টকে গুরুত্ব দিচ্ছে, তেমনই নতুন ইউটিউবারদের কনটেন্ট ট্রেন্ড বোঝার রাস্তা আরও কঠিন হয়ে উঠতে পারে। একাধিক ছোট চ্যানেল এতদিন ‘Trending’ দেখে কী ধরনের ভিডিও জনপ্রিয় হচ্ছে তা ধরতে পারত। এখন সেই সুযোগ অনেকটাই কমে যাচ্ছে।

 প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQs)

১. ইউটিউবের ‘Trending’ ট্যাব ঠিক কবে থেকে বন্ধ হচ্ছে?
১৫ জুলাই, ২০২৫ থেকে ‘Trending’ ট্যাব পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

২. নতুন কোন কোন ট্রেন্ড বিভাগ যুক্ত হচ্ছে ইউটিউবে?
Trending Music Videos, Weekly Top Podcasts, Movie Trailers ও Top Videos বিভাগ থাকছে।

৩. কনটেন্টে কী কী থাকলে AdSense আয় করা যাবে?
ভিডিওতে কনটেন্ট নির্মাতার গলা বা মুখ থাকতে হবে—অর্থাৎ তা যেন মৌলিক ও নিজস্ব হয়।

৪. পুরনো ভিডিও থেকে কি আর আয় হবে না?
যদি সেই ভিডিও রিইউজড বা অন্যের তৈরি হয়, তাহলে তা মনিটাইজড হবে না।

৫. ইউটিউবের নতুন টুল কীভাবে সাহায্য করবে?
এই টুল নির্মাতাদের বুঝতে সাহায্য করবে কোন ধরনের কনটেন্ট দর্শকদের বেশি পছন্দ হয়েছে।