বলিউডের তারকাদের প্রেম, বিয়ে এবং সম্পর্ক নিয়ে কৌতূহলের শেষ নেই। সম্প্রতি এক ফ্যানের টুইটার প্রশ্ন ঘিরে ফের চর্চার কেন্দ্রে আমিশা পটেল ও সালমান খান। দীর্ঘদিনের একক অবস্থা থাকা এই দুই অভিনেতাকে ঘিরে প্রশ্ন উঠল—“আপনারা দু’জনেই অবিবাহিত এবং সুন্দর, তাহলে বিয়ে করবেন না কেন?”
ফ্যানদের জল্পনায় কী বললেন আমিশা?
‘Ask Me Anything’ সেশনে এক ফ্যান এই প্রশ্ন করলে আমিশা বেশ মজার সুরে জবাব দেন—“এটা কি বিয়ের প্রস্তাব, নাকি কোনও ছবির চিত্রনাট্য?” তিনি আরও বলেন, বিয়ে নিয়ে ফ্যানদের আগ্রহ নতুন কিছু নয়। অতীতেও অনেকেই চেয়েছিলেন তিনি যেন হৃতিক রোশনের সঙ্গে সম্পর্কে জড়ান। “কাহো না… প্যায়ার হ্যায়” ছবির পর দর্শকদের একটা বড় অংশ মনে করেছিল, তাঁরা বাস্তবেও জুটি হবেন। কিন্তু হৃতিকের বিয়ের খবরে অনেকেই হতাশ হয়েছিলেন।
বিয়ে নিয়ে কী ভাবছেন আমিশা?
একটি পুরনো সাক্ষাৎকারে আমিশা স্পষ্ট জানান, তিনি বহুদিন ধরেই বিয়ের জন্য প্রস্তুত, কিন্তু এখনও সঠিক জীবনসঙ্গী খুঁজে পাননি। তিনি একা থাকলেও সেটাকে দুর্বলতা মনে করেন না, বরং নিজেকে স্বনির্ভর ও আত্মবিশ্বাসী বলেই বিশ্বাস করেন।
সালমান-আমিশা: একসঙ্গে সিনেমা এবং বাস্তব
২০০২ সালে “ইয়ে হ্যায় জলওয়া” ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছিলেন সালমান খান ও আমিশা পটেল। যদিও ছবিটি বক্স অফিসে সাফল্য পায়নি, কারণ সে সময় সালমানের বিরুদ্ধে আইনি জটিলতা চলছিল। তবু তাঁদের অনস্ক্রিন রসায়ন নজর কেড়েছিল দর্শকদের।
কে কোথায় ব্যস্ত এখন?
সালমান খান বর্তমানে “সিকান্দর” ছবির শুটিংয়ে ব্যস্ত, যা মুক্তি পাবে ২০২৫ সালের ঈদে। অন্যদিকে, আমিশা পটেলকে দেখা যাবে আসন্ন কমেডি ছবি “রান ভোলা রান”-এ।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQs)
১. আমিশা পটেল কি সালমান খানের সঙ্গে বিয়ে করতে চান?
না, তিনি বিষয়টিকে মজার ছলেই নিয়েছেন এবং কোনও সম্পর্কের ইঙ্গিত দেননি।
২. আগে কি হৃতিক রোশনের সঙ্গে আমিশার প্রেম ছিল?
না, তবে “কাহো না… প্যায়ার হ্যায়”-এর পর অনেক ফ্যান তাঁদের জুটি ভাবতেন।
৩. আমিশা বিয়ে নিয়ে কী বলছেন?
তিনি জানিয়েছেন যে, তিনি বহুদিন ধরেই বিয়ের জন্য প্রস্তুত কিন্তু উপযুক্ত সঙ্গী মেলেনি।
৪. “ইয়ে হ্যায় জলওয়া” ছবির সাফল্য কেমন ছিল?
ছবিটি বক্স অফিসে সাফল্য পায়নি, তবে সালমান ও আমিশার জুটি নজর কেড়েছিল।
৫. বর্তমানে সালমান ও আমিশার কোন সিনেমা আসছে?
সালমানের “সিকান্দর” ২০২৫-এ মুক্তি পাবে, আর আমিশা আসছেন “রান ভোলা রান” ছবিতে।