আকাশ মুখ ভার করে বসে। দক্ষিণবঙ্গের উপর ফের চেপে বসেছে নিম্নচাপ। বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব অঞ্চলে তৈরি হওয়া নতুন নিম্নচাপ ঘনীভূত হয়ে বাড়িয়েছে বর্ষার শক্তি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গজুড়ে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। সতর্কতা জারি করা হয়েছে একাধিক জেলায়।
কোন জেলাগুলিতে বেশি প্রভাব পড়তে পারে?
পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর—এই জেলাগুলিতে জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট। ইতিমধ্যেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, কোথাও কোথাও ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতও হয়েছে।
উত্তরবঙ্গেও মিলবে বৃষ্টির হুঁশিয়ারি
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও জারি হয়েছে একই রকম সতর্কতা। এই সব এলাকাতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী ২৪–৪৮ ঘণ্টায়।
সমুদ্র উত্তাল, মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা
আবহাওয়া অফিস জানিয়েছে, উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে যার গতি থাকবে ঘণ্টায় ৩০–৪০ কিমি। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা থাকায় আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যারা ইতিমধ্যেই সমুদ্রে রয়েছেন, তাঁদের দ্রুত উপকূলে ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সপ্তাহের মাঝামাঝি কিছুটা স্বস্তি, ফের বৃষ্টি সপ্তাহান্তে
সোমবার শুরু হওয়া প্রবল বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত স্থায়ী হতে পারে। যদিও বুধবার বা বৃহস্পতিবার কিছুটা বিরতি পাওয়ার সম্ভাবনা থাকছে, তবে সপ্তাহান্তে ফের বৃষ্টির ঘনঘটা দেখা যেতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের।
পাঠকের জন্য ৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
১. এখন দক্ষিণবঙ্গে কোন আবহাওয়া পরিস্থিতি বিরাজ করছে?
→ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে চলছে ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া।
২. কোন কোন জেলায় ইয়েলো অ্যালার্ট জারি হয়েছে?
→ পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, হুগলি, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরে সতর্কতা জারি হয়েছে।
৩. মৎস্যজীবীরা কী করবেন?
→ ২৪ ঘণ্টা সমুদ্রে যাওয়া একেবারেই উচিত নয়। সমুদ্র উত্তাল ও ঝোড়ো হাওয়া বইতে পারে।
৪. কলকাতায় কেমন আবহাওয়া থাকবে?
→ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়াও হতে পারে।
৫. এই নিম্নচাপ কত দিন স্থায়ী হতে পারে?
→ মঙ্গলবার পর্যন্ত প্রবল বৃষ্টি চলতে পারে। মধ্য সপ্তাহে স্বস্তি মিললেও সপ্তাহান্তে আবার বৃষ্টির সম্ভাবনা।