Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

মাসের প্রথম দিনেই UPI বদল! ১ আগস্ট থেকে ৪টি নিয়মে বড় পরিবর্তন-জেনে নিন বিস্তারিত

ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত সাধারণ মানুষদের জন্য গুরুত্বপূর্ণ খবর! আগামী ১ আগস্ট ২০২৫ থেকে বদল আসতে চলেছে Unified Payments Interface বা UPI ব্যবস্থায়। প্রতিদিন কোটি কোটি লেনদেনের চাপে নাজেহাল সার্ভার সিস্টেমকে আরও সুরক্ষিত ও স্থিতিশীল রাখতে জাতীয় পেমেন্ট কর্পোরেশন (NPCI) বেশ কিছু সীমাবদ্ধতা আরোপ করতে চলেছে। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে, এখন থেকে প্রতিটি UPI অ্যাপে দিনে সর্বোচ্চ ৫০ বার ব্যালেন্স চেক করা যাবে। পাশাপাশি, মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করা যাবে সর্বোচ্চ ২৫ বার। অর্থাৎ, রোজকার ছোট ছোট লেনদেনের মধ্যে যাঁরা বারবার ব্যালেন্স দেখতে অভ্যস্ত, তাঁদের জন্য এই সীমা এক নতুন বাধা হয়ে দাঁড়াতে পারে।

এছাড়া, অটো-ডেবিট পরিষেবাতেও এসেছে নতুন টাইম-ফ্রেম। অটো ডেবিট করা যাবে কেবল তিনটি সময়স্লটে—সকাল ১০টার আগে, দুপুর ১টা থেকে বিকেল ৫টার মধ্যে, অথবা রাত ৯টা ৩০-এর পর। অর্থাৎ, দিনে যেকোনো সময় এই পরিষেবা সক্রিয় থাকবে না। যেসব লেনদেন ব্যর্থ হয়, তাদের স্ট্যাটাস চেক করার ক্ষেত্রেও আনা হয়েছে নিয়ন্ত্রণ। দিনে সর্বোচ্চ তিনবার স্ট্যাটাস চেক করা যাবে এবং প্রত্যেক চেকের মাঝে অন্তত ৯০ সেকেন্ডের ব্যবধান রাখতে হবে। এর মাধ্যমে সার্ভারে অনাবশ্যক চাপ কমানো সম্ভব বলে মনে করা হচ্ছে।

বর্তমানে প্রতি মাসে প্রায় ১৬ থেকে ১৮ বিলিয়ন UPI লেনদেন হয়। এই বিপুল সংখ্যক রিকোয়েস্ট API ও সার্ভার সিস্টেমে বিশাল চাপ ফেলে। এনপিসিআই সূত্রে জানা গেছে, জুন মাসেই API রেসপন্স টাইম ১৫ সেকেন্ডে সীমাবদ্ধ করার পরিকল্পনা নেওয়া হয়। একইসঙ্গে, ব্যালেন্স আপডেটের সময়ও টেম্পোরারি মেসেজ পাঠিয়ে সার্ভার বাঁচানোর চেষ্টা হচ্ছে। সব ব্যাংক ও পেমেন্ট সার্ভিস প্রদানকারী সংস্থাগুলিকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এই নতুন নিয়ম মেনে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। না মানলে তাদের API অ্যাক্সেস সীমিত হতে পারে বলে জানানো হয়েছে।

প্রশ্নোত্তর (FAQ):

১. ১ আগস্ট থেকে কোন কোন সীমা লাগু হচ্ছে?
ব্যালেন্স চেক ৫০ বার, অ্যাকাউন্ট ভেরিফিকেশন ২৫ বার, ও স্ট্যাটাস চেক ৩ বার/দিন—এই তিনটি ফিচারে সীমা আসছে।

২. অটো-ডেবিট কখন প্রক্রিয়া হবে?
শুধুমাত্র সকাল ১০টার আগে, দুপুর ১টা থেকে ৫টা, ও রাত ৯:৩০টার পর।

৩. কেন এই পরিবর্তন আনা হলো?
প্রতিদিন বিপুল সংখ্যক লেনদেন UPI সার্ভারে অতিরিক্ত চাপ ফেলছিল, যা পরিষেবা ব্যাহত করছিল।

৪. সার্ভার পারফরম্যান্স কিভাবে উন্নত করা হচ্ছে?
API রেসপন্স টাইম ১৫ সেকেন্ডে সীমাবদ্ধ করা হয়েছে এবং ব্যালেন্স আপডেটের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম প্রয়োগ হচ্ছে।

৫. নতুন নিয়ম না মানলে কী হতে পারে?
ব্যাংক বা PSP সংস্থার API অ্যাক্সেস সীমিত করা হতে পারে।