Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

দ্রুত আর ঝামেলাহীন! এখন অনলাইনেই মিলবে বার্থ সার্টিফিকেট, জেনে নিন পদ্ধতি

ছোটদের আধার কার্ড আর শুধুই নাম-জন্মতারিখ নয়, এবার বায়োমেট্রিক ডেটা আপডেট করাও বাধ্যতামূলক। তাও আবার সরাসরি স্কুলেই। আগামি ৪৫–৬০ দিনের মধ্যেই দেশের বহু স্কুলে বসতে চলেছে UIDAI–এর আধার আপডেট ক্যাম্প। কেন্দ্রীয় ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) জানিয়েছে, বর্তমানে প্রায় ৭ কোটি শিশু পাঁচ বছর বয়সে তাদের প্রথম বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট (Mandatory Biometric Update বা MBU) করায়নি। এই আপডেট না হলে ভবিষ্যতে আধার কার্ড ডি-এক্টিভেট হতে পারে। ফলে স্কুলে ভর্তি থেকে বৃত্তি বা DBT সুবিধা, কোনও কিছুই মিলবে না।

এই সমস্যা কাটাতেই স্কুল পর্যায়ে ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে UIDAI। ৫ থেকে ৭ বছর বয়স পর্যন্ত আপডেট একেবারে বিনামূল্যে করা হবে। তবে ৭ বছর পেরিয়ে গেলে দিতে হবে ₹১০০। এই ক্যাম্পগুলিতে জেলা প্রশাসনের মাধ্যমে মোবাইল বায়োমেট্রিক ডিভাইস মোতায়েন করা হবে যাতে ক্যাম্পাসেই সহজে কাজটি সম্পূর্ণ করা যায়। শুধু প্রথম MBU নয়, ১৫ বছর বয়সে দ্বিতীয় আপডেটের ব্যবস্থাও নেওয়া হবে কলেজ স্তরে। এই আপডেটের মাধ্যমে আধার তথ্য হালনাগাদ থাকবে এবং এর ব্যবহারিক মান্যতা বজায় থাকবে।

এই সিদ্ধান্তের ফলে বহু অভিভাবকের চিন্তা অনেকটাই লাঘব পাবে। আগে আধার আপডেট করতে নির্দিষ্ট সেন্টারে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হত। এখন স্কুলেই যদি এই পরিষেবা পাওয়া যায়, তবে তা সময় বাঁচাবে ও প্রক্রিয়াকে সহজ করবে। UIDAI-র মতে, আধার একটি জীবন্ত ডেটা আইডেন্টিটি, যার তথ্য সময়ে সময়ে আপডেট হওয়া জরুরি। একবার যদি আধার ডি-এক্টিভেট হয়ে যায়, তবে তা ফের সচল করতে নতুন করে বিভিন্ন তথ্য যাচাইয়ের প্রয়োজন পড়ে। ফলে এই ক্যাম্প অভিভাবকদের সচেতন করে তুলবে এবং শিশুদের আধার কার্যকর রাখবে।

 FAQ: জানুন গুরুত্বপূর্ণ ৫টি প্রশ্নোত্তর

প্রশ্ন ১: কেন এই স্কুল-ভিত্তিক আধার আপডেট উদ্যোগ?
বেশিরভাগ শিশুরা তাদের প্রথম বায়োমেট্রিক আপডেট করেনি। স্কুলেই ক্যাম্প বসালে আপডেট প্রক্রিয়া অনেক সহজ হবে।

প্রশ্ন ২: এই প্রকল্প কখন শুরু হবে?
UIDAI জানিয়েছে, আগামী ৪৫–৬০ দিনের মধ্যেই ক্যাম্প শুরু হবে।

প্রশ্ন ৩: আপডেট না করলে কী সমস্যা হবে?
৭ বছর পেরিয়ে গেলে আপডেট না করালে শিশুর আধার নম্বর ডি-এক্টিভেট হয়ে যেতে পারে।

প্রশ্ন ৪: আপডেটের খরচ কত?
৫–৭ বছর বয়সে এটি বিনামূল্যে হলেও, ৭ বছর পার হলে ১০০ ফি ধার্য করা হবে।

প্রশ্ন ৫: এই আপডেট করলে কী সুবিধা পাওয়া যাবে?
স্কুল ভর্তি, বৃত্তি ও বিভিন্ন সরকারি সুবিধার ক্ষেত্রে আধারে কোনও বাধা থাকবে না।