Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

Weather Update: সাগরে নিম্নচাপের জেরে বিপদ দক্ষিণবঙ্গে, আজ থেকেই বাড়বে দুর্যোগের সম্ভাবনা

বর্ষা ঢুকেই গেছে। আর এবার সেই বর্ষাই বাড়িয়ে তুলছে চিন্তা। উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর, তৈরি হয়েছে নিম্নচাপ। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে জারি হয়েছে সতর্কতা। টানা বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ, আর ঝড়ো হাওয়ার সম্ভাবনায় প্রশাসন থেকে সাধারণ মানুষ—সবাই সতর্ক থাকছেন। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ডিপ্রেশনে রূপ নিতে পারে। এর প্রভাব পড়ছে উপকূলবর্তী জেলাগুলিতে। গত ২৪ ঘণ্টায় কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। কলকাতায় রেকর্ড হয়েছে প্রায় ৮–১৩ সেমি বৃষ্টি।

আগামী দুই দিনে জঙ্গলমহল অঞ্চল—বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও জঙ্গলগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ ২০ সেমি ছাড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর, হুগলি, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা এবং আরও কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝড়ো হাওয়ার গতি থাকবে ৩০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টায়। কোথাও কোথাও হাওয়ার গতি বেড়ে ৬০ কিমি/ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে।

সাগরপারের জন্য পরিস্থিতি আরও বেশি উদ্বেগের। আগামী ২৫ থেকে ২৯ জুলাই পর্যন্ত উপকূলীয় অঞ্চলে সমুদ্র থাকবে উত্তাল থেকে অতিউত্তাল। এই সময় হাওয়ার গতি ৫০ কিমি/ঘণ্টা বা তার বেশি হওয়ায় মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কতা। পরামর্শ দেওয়া হয়েছে, পাঁচ দিনের মধ্যে যেন কেউ নৌকো নিয়ে সমুদ্রে না যান। এই পরিস্থিতিতে রাজ্য প্রশাসনের পক্ষ থেকেও প্রস্তুতি নেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। শহরাঞ্চলে জল জমার সম্ভাবনায় নিকাশি ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে।

গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর:

১. নিম্নচাপ কোথায় তৈরি হয়েছে?
→ উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে এবং তা পশ্চিমবঙ্গের উপকূলে ডিপ্রেশনে পরিণত হতে চলেছে।

২. গত ২৪ ঘণ্টায় কতটা বৃষ্টি হয়েছে?
→ কলকাতা ও উত্তর ২৪ পরগনায় ৮–১৩ সেমি পর্যন্ত বৃষ্টি রেকর্ড হয়েছে।

৩. কোন কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা?
→ জঙ্গলগ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

৪. ঝড়ো হাওয়ার গতি কত হতে পারে?
→ হাওয়ার গতি থাকবে ৩০–৫০ কিমি/ঘণ্টা, কোথাও তা পৌঁছাতে পারে ৬০ কিমি/ঘণ্টা পর্যন্ত।

৫. সমুদ্রপারে জেলেদের জন্য কী নির্দেশ?
→ ২৫–২৯ জুলাইয়ের মধ্যে জেলেদের সমুদ্রে না যাওয়ার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে।