আজকের দিনে মোবাইল রিচার্জ মানেই শুধু ডেটা বা কল নয়, বিনোদন ও স্বাস্থ্য পরিষেবাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর সেই প্রয়োজন মেটাতেই এসেছে Airtel‑এর নতুন ৬১৯‑এর প্রিপেইড প্ল্যান। মধ্যম ব্যবহারকারীদের জন্য এটি একসময়ে ব্যালান্সড ও কস্ট‑এফেকটিভ বিকল্প হিসেবে উঠে এসেছে। এই প্ল্যানে ব্যবহারকারীরা ৬০ দিন পর্যন্ত প্রতিদিন ১.৫ জিবি হাই স্পিড ডেটা ব্যবহার করতে পারবেন, যার মানে মোট প্রায় ৯০ জিবি ডেটা। সেই সঙ্গে থাকছে অসীম লোকাল ও STD ভয়েস কল, রোমিং সহ, যেটা যেকোনো জায়গা থেকেই ব্যবহার করা সম্ভব। এ ছাড়া প্রতিদিন ১০০টি SMS‑এর সুবিধাও থাকছে।
Airtel‑এর এই প্ল্যানে অতিরিক্ত কিছু সুবিধা দেওয়া হচ্ছে যেগুলো বর্তমানে গ্রাহকদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। ব্যবহারকারীরা পাচ্ছেন Airtel Xstream Play‑এর মাধ্যমে OTT কনটেন্ট স্ট্রিমিং‑এর সুবিধা, যেখানে মুভি, ওয়েব সিরিজ ও লাইভ টিভি অ্যাক্সেস করা যায়। তার সঙ্গে থাকছে ফ্রি হ্যালো টিউন সেট করার সুবিধা ও Apollo 24|7 Circle‑এর স্বাস্থ্য পরিষেবা অ্যাক্সেস। এই প্ল্যানের আরেকটি বড় সুবিধা হল ন্যাশনাল রোমিং একটিভেশন ফ্রি, ফলে যাত্রার সময় বা অন্য রাজ্যে থাকলেও বাড়তি খরচ ছাড়াই পরিষেবা চালু থাকবে। যাঁরা সোশ্যাল মিডিয়া চালান, OTT দেখেন এবং নিয়মিত কল ও মেসেজ করেন, তাঁদের জন্য ৬১৯‑এর এই অফার নিঃসন্দেহে সেরা বিকল্প। তবে যাঁরা আনলিমিটেড ৫জি ডেটার খোঁজ করছেন, তাঁদের জন্য এ প্ল্যান উপযুক্ত নয়। তবুও, Airtel‑এর পক্ষ থেকে এই প্ল্যানটি এমন একটি অফার, যা একাধিক পরিষেবা একত্রে দিচ্ছে—একটি কম মূল্যে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
৬১৯ রিচার্জ প্ল্যান কতদিন বৈধ?
এই প্ল্যানটি ৬০ দিন বৈধ থাকবে রিচার্জের দিন থেকে।
প্রতিদিন কত ডেটা পাওয়া যাবে?
প্রতিদিন ১.৫ জিবি হাই স্পিড ডেটা, মোট প্রায় ৯০ জিবি।
কল পরিষেবা অন্তর্ভুক্ত আছে কি?
হ্যাঁ, অসীম লোকাল, STD ও রোমিং কল সুবিধা আছে।
SMS ও রোমিং কি প্ল্যানে দেওয়া হয়?
প্রতিদিন ১০০ SMS এবং ফ্রি ন্যাশনাল রোমিং পাওয়া যাবে।
বিনোদনের জন্য কী কী সুবিধা রয়েছে?
Airtel Xstream Play‑এ OTT কনটেন্ট, ফ্রি হ্যালো টিউন এবং Apollo 24|7 Circle ব্যবহারের সুযোগ রয়েছে।