আগস্ট মাসের শুরুতেই দেশজুড়ে ডিজিটাল লেনদেনে আসছে বড়সড় পরিবর্তন। Unified Payments Interface বা UPI ব্যবহারকারীদের জন্য ১ আগস্ট, ২০২৫ থেকে চালু হচ্ছে একাধিক নতুন বিধিনিষেধ। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল সার্ভার ও সিস্টেম স্টেবিলিটি বজায় রাখা, যাতে ক্রমবর্ধমান লেনদেনের চাপে সার্ভার ডাউন না হয়ে পড়ে। জাতীয় পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) জানিয়েছে, এখন থেকে প্রতি দিন প্রতি অ্যাপে সর্বাধিক ৫০ বার পর্যন্ত ব্যালেন্স চেক করা যাবে। আবার মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি দেখার ক্ষেত্রেও থাকছে সীমাবদ্ধতা—দিনে সর্বোচ্চ ২৫ বারই অ্যাকাউন্ট ভিউ করা যাবে।
এছাড়া অটোপে বা রেকারিং পেমেন্ট—যেমন সাবস্ক্রিপশন, বিদ্যুৎ বা জলবিল, EMI—এই সমস্ত লেনদেনগুলি করা যাবে নির্দিষ্ট নন-পিক আওয়ারে। অর্থাৎ সকাল ১০টার আগে, দুপুর ১টা থেকে ৫টার মধ্যে অথবা রাত ৯:৩০-এর পরে। এই সময় নির্ধারণের উদ্দেশ্য মূলত সার্ভারের উপর চাপ কমানো। লেনদেনের স্ট্যাটাস চেক করতে গিয়ে যদি ত্রুটি হয়, তবে একটানা একাধিকবার চেষ্টা করা যাবে না। একজন ব্যবহারকারী একটি লেনদেনের জন্য সর্বোচ্চ ৩ বার স্ট্যাটাস চেক করতে পারবেন, এবং প্রতিবারের মাঝে অন্তত ৯০ সেকেন্ডের ব্যবধান রাখতে হবে।
উল্লেখযোগ্যভাবে, আগে থেকে নির্ধারিত লেনদেন সীমা অপরিবর্তিত থাকছে—একটি লেনদেনে সর্বোচ্চ ১ লক্ষ পর্যন্ত পাঠানো যাবে, তবে স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রের ক্ষেত্রে সেই সীমা ৫ লক্ষ পর্যন্ত হতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হল, কোনও UPI অ্যাকাউন্টে যুক্ত মোবাইল নম্বর যদি একটানা ৯০ দিন ব্যবহার না করা হয়, তাহলে সেই অ্যাকাউন্টটি নিজে থেকেই নিষ্ক্রিয় (deactivate) হয়ে যাবে। এই সমস্ত পরিবর্তনের মূল কারণ হল NPCI-এর সাম্প্রতিক একটি বিজ্ঞপ্তি। সেখানে বলা হয়েছে, সর্বাধিক ব্যবহৃত ১০টি UPI API-র উপর নিয়ন্ত্রণ আরোপ করতে হবে এবং সেই প্রক্রিয়া আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ করতে হবে।
প্রশ্নোত্তর (FAQs):
১. আগস্ট ১ থেকে UPI-তে কী কী পরিবর্তন আসছে?
ব্যালেন্স চেক ও অ্যাকাউন্ট ভিউ-এর দৈনিক সীমা বেঁধে দেওয়া হচ্ছে। এছাড়া অটোপে লেনদেন হবে নির্দিষ্ট সময়েই।
২. দিনে কতবার ব্যালেন্স চেক করা যাবে?
প্রতি অ্যাপে দিনে সর্বাধিক ৫০ বার ব্যালেন্স চেক করা যাবে।
৩. অটোপে লেনদেন কবে করা যাবে?
সকাল ১০টার আগে, দুপুর ১টা থেকে ৫টা, অথবা রাত ৯:৩০-এর পর।
৪. স্ট্যাটাস চেক করার ক্ষেত্রে নতুন নিয়ম কী?
একটি লেনদেনে সর্বাধিক তিনবার চেষ্টা করা যাবে, এবং দুই চেষ্টার মাঝে অন্তত ৯০ সেকেন্ড অপেক্ষা করতে হবে।
৫. UPI অ্যাকাউন্ট কখন নিষ্ক্রিয় হয়ে যাবে?
যদি একটানা ৯০ দিন কোনও লেনদেন বা মোবাইল নম্বর ব্যবহার না হয়, তবে সেই অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে।