মাত্র একবার রিচার্জ করলেই চার মাসেরও বেশি সময় সিম থাকবে একটানা সক্রিয়—এই অভাবনীয় সুবিধা নিয়ে বাজারে এল BSNL-এর নতুন ₹৯৯৭ প্রিপেইড প্ল্যান। দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) নতুনভাবে চালু করল একটি দীর্ঘমেয়াদি প্রিপেইড রিচার্জ প্ল্যান। ₹৯৯৭ মূল্যের এই প্ল্যানে ১৬০ দিন পর্যন্ত সিম সক্রিয় থাকবে, যা বর্তমান প্রিপেইড অফারের দুনিয়ায় বেশ ব্যতিক্রমী। এই প্ল্যানে প্রতিদিন পাওয়া যাবে ২ GB হাই-স্পিড ডেটা, অসীম voice কলিং, এবং ১০০টি SMS। শুধু তাই নয়, রয়েছে ন্যাশনাল রোমিং সুবিধাও।
বিশেষ আকর্ষণ হিসেবে গ্রাহকরা পাচ্ছেন বিনামূল্যে BiTV অ্যাপে ৪০০টিরও বেশি ডিজিটাল লাইভ টিভি চ্যানেলের অ্যাক্সেস। যাঁরা স্মার্টফোনে বিনোদনের ভাণ্ডার খুঁজছেন, তাঁদের জন্য এটি বাড়তি এক সুযোগ। তুলনামূলক দিক থেকে দেখলে, বেসরকারি টেলিকম কোম্পানিগুলির অধিকাংশ প্ল্যানে ভ্যালিডিটি ৮০–৮৪ দিনের মধ্যেই সীমাবদ্ধ। ফলে BSNL-এর এই অফার প্রায় দ্বিগুণ সময়ের পরিষেবা দিচ্ছে একবারের রিচার্জে, যা গ্রাহকদের মধ্যে ইতিমধ্যেই আগ্রহ তৈরি করেছে।
BSNL সূত্রে জানা গিয়েছে, সংস্থার বর্তমান গ্রাহকসংখ্যা প্রায় ৯ কোটি। ৫G নেটওয়ার্ক পরিষেবা চালু করার লক্ষ্যে দেশজুড়ে ১ লক্ষেরও বেশি 4G ও 5G টাওয়ার বসানোর কাজ চলছে। এই নতুন প্ল্যানের মাধ্যমে সংস্থার লক্ষ্য গ্রাহক ধরে রাখা এবং বাজারে আরও প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করা। এই সময় যখন মোবাইল পরিষেবা খরচ বাড়ছে, তখন একটি এককালীন রিচার্জেই দীর্ঘ সময় ধরে সবরকম সুবিধা পাওয়া নিঃসন্দেহে অনেকের কাছেই লাভজনক হয়ে উঠবে।
FAQ: গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
১. এই ৯৯৭ প্ল্যান কত দিনের জন্য বৈধ?
এই প্ল্যানটি ১৬০ দিন পর্যন্ত বৈধ থাকবে।
২. প্রতিদিন কী কী সুবিধা পাওয়া যাবে?
প্রতিদিন ২ GB ইন্টারনেট ডেটা, অসীম voice কলিং, ও ১০০টি SMS দেওয়া হচ্ছে।
৩. রোমিংয়ের সুবিধা কি অন্তর্ভুক্ত?
হ্যাঁ, এই প্ল্যানে ফ্রি ন্যাশনাল রোমিং সুবিধাও দেওয়া হয়েছে।
৪. বিনামূল্যে টিভি দেখার সুযোগ কীভাবে মিলবে?
BiTV অ্যাপে গ্রাহকরা ৪০০+ লাইভ টিভি চ্যানেল বিনামূল্যে দেখতে পারবেন এই প্ল্যানের মাধ্যমে।
৫. এই প্ল্যান কেন বিশেষ?
বেসরকারি কোম্পানির চেয়ে প্রায় দ্বিগুণ ভ্যালিডিটি ও একাধিক সুবিধা থাকায় এটি দীর্ঘমেয়াদি ও সাশ্রয়ী একটি প্রিপেইড অপশন।