Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

রেলে চাকরির সুবর্ণ সুযোগ! শুরুতেই ৪৪,৯০০ বেতন, ৪৩৪টি পদে নিয়োগ

স্বাস্থ্য পরিষেবার স্বপ্ন দেখছেন আর সরকারি চাকরি চাইছেন? এমনই প্রার্থীদের জন্য বড় সুখবর। ২০২৫ সালে রেলের পক্ষ থেকে ৪৩৪টি প্যারামেডিক্যাল স্টাফ পদে নিয়োগের ঘোষণা এসেছে। সরকারি চাকরিপ্রার্থীদের মধ্যে ইতিমধ্যেই এই খবরে উৎসাহের ঢেউ ছড়িয়ে পড়েছে।

চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী, Nursing Superintendent, Pharmacist, ECG Technician, Radiographer, Lab Assistant সহ একাধিক পদের জন্য আবেদন গ্রহণ করা হবে। সব মিলিয়ে পদ সংখ্যা ৪৩৪টি। আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৯ আগস্ট ২০২৫ এবং শেষ হবে ৮ সেপ্টেম্বর ২০২৫। আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইন।

কে করতে পারবেন আবেদন?

প্রতিটি পদের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ধার্য করা হয়েছে। আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা হিসাবে B.Sc., GNM, D.Pharm বা সংশ্লিষ্ট ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক। বয়সসীমা পদের উপর নির্ভর করে ১৮ থেকে ৪৩ বছর পর্যন্ত নির্ধারিত হয়েছে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকার নির্ধারিত নিয়মে বয়সছাড়ের সুবিধাও মিলবে।

কীভাবে হবে নিয়োগ?

চাকরিপ্রার্থীদের নির্বাচন করা হবে Computer-Based Test (CBT) এর মাধ্যমে। এরপর থাকবে Document Verification এবং সবশেষে Medical Examination। এই তিনটি ধাপ পেরোলেই মিলবে চাকরির সুযোগ।

কত বেতন পাবেন?

প্রাথমিক বেতন কাঠামো অনুযায়ী, চাকরিতে যুক্ত হলে প্রার্থীরা পাবেন ₹২১,৭০০ থেকে ₹৪৪,৯০০ পর্যন্ত basic pay। তবে allowances ও অন্যান্য সুবিধা যুক্ত হয়ে মাসিক ইন-হ্যান্ড বেতন প্রায় ₹৬০,০০০ পর্যন্ত পৌঁছাতে পারে। সরকারি চাকরির নিরাপত্তা, নির্দিষ্ট ছুটি ও প্রভিডেন্ট ফান্ড সুবিধা থাকছে স্বভাবতই।

এই নিয়োগ প্রক্রিয়া বিশেষত স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষায় শিক্ষিত তরুণ-তরুণীদের কাছে সুবর্ণ সুযোগ বলে মনে করা হচ্ছে। রেলের মতো স্থায়ী ও সম্মানজনক প্রতিষ্ঠানে পেশাগত ভবিষ্যৎ গড়ে তোলার এ এক বিরল সম্ভাবনা।

 গুরুত্বপূর্ণ ৫টি প্রশ্ন ও উত্তর:

১. এই নিয়োগে মোট কতটি পদে কর্মী নেওয়া হবে?
→ রেল দপ্তর মোট ৪৩৪টি প্যারামেডিক্যাল পদে নিয়োগ করবে।

২. কবে থেকে আবেদন করা যাবে?
→ আবেদন প্রক্রিয়া শুরু ৯ আগস্ট ২০২৫ থেকে এবং চলবে ৮ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।

৩. কী শিক্ষাগত যোগ্যতা লাগবে?
→ পদ অনুযায়ী B.Sc., GNM, D.Pharm বা সংশ্লিষ্ট ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক।

৪. বয়সসীমা কত নির্ধারিত হয়েছে?
→ বয়সসীমা সাধারণত ১৮-৪৩ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সছাড় প্রযোজ্য।

৫. নির্বাচন পদ্ধতিতে কী কী ধাপ আছে?
→ CBT পরীক্ষার পর ডকুমেন্ট যাচাই ও মেডিক্যাল টেস্ট করতে হবে।