এয়ার দুর্ঘটনা ঘটলে ১ কোটি টাকা! এতদিন এই সুযোগ পেতেন SBI-এর নির্দিষ্ট ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা। তবে এবার সেই সুবিধাতেই কোপ পড়ল। SBI Card সম্প্রতি জানিয়েছে, তারা তাদের একাধিক প্রিমিয়াম ও কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড থেকে সম্পূর্ণভাবে বাতিল করছে complimentary air accident insurance। সম্প্রতি জারি হওয়া এক বিজ্ঞপ্তি অনুযায়ী, SBI Card তাদের ELITE ও PRIME রেঞ্জের কার্ড থেকে বিমার সুবিধা সরিয়ে দিচ্ছে। এর ফলে আগের মতো আর ১ কোটি বা ৫০ লাখ টাকার বিমা স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যাবে না। গ্রাহকদের এখন সেই সুবিধা চাইলে আলাদা বিমা পলিসি গ্রহণ করতে হবে।
কী কী কার্ডে সুবিধা বন্ধ?
২০২৫ সালের ১৫ জুলাই থেকে SBI-এর নিজস্ব ELITE, Miles ELITE, Miles PRIME, PRIME ও Pulse কার্ডগুলিতে এয়ার অ্যাক্সিডেন্ট বিমা সুবিধা বন্ধ হয়ে গিয়েছে। এরপর ১১ আগস্ট থেকে আরও একধাপ এগিয়ে co-branded ELITE ও PRIME কার্ড, যেগুলি বিভিন্ন ব্যাংকের সঙ্গে যৌথভাবে ইস্যু করা হয়েছে, সেখান থেকেও বিমা সুবিধা সরিয়ে নেওয়া হচ্ছে। যেমন—UCO Bank, Central Bank, Punjab & Sind Bank, Karur Vysya Bank এবং Allahabad Bank-এর সঙ্গে থাকা ELITE কার্ডগুলিতে ১ কোটি টাকার বিমা বন্ধ। একইভাবে South Indian Bank, Karnataka Bank ও Federal Bank-এর PRIME বা Platinum কার্ডগুলিতে ৫০ লাখ টাকার বিমার সুযোগও বাতিল হয়েছে।
গ্রাহকদের কী করতে হবে এখন?
আগে এই বিমা কোনও আলাদা আবেদন বা অতিরিক্ত খরচ ছাড়াই মিলত। কিন্তু এখন থেকে যাঁরা এই ধরনের বিমা কভারেজ চান, তাঁদেরকে বিকল্পভাবে কোনও travel বা personal accident insurance পলিসি গ্রহণ করতে হবে। বিশেষজ্ঞদের মতে, বিমা সংক্রান্ত এই পরিবর্তন SBI Card-এর সাম্প্রতিক ব্যয়নিয়ন্ত্রণ নীতির অংশ। Premium কার্ডে অতিরিক্ত সুবিধার ব্যবহারে খরচ বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
প্রশ্নোত্তর বিভাগ (FAQ)
১. কোন কোন কার্ডে বিমার সুবিধা বন্ধ হয়েছে?
→ SBI ELITE, Miles ELITE, Miles PRIME, PRIME, Pulse এবং বিভিন্ন ব্যাংকের সঙ্গে জারি হওয়া co‑branded ELITE ও PRIME কার্ডে।
২. বিমার পরিমাণ কত ছিল?
→ কিছু কার্ডে ১ কোটি, অন্য কিছুতে ৫০ লাখ টাকার এয়ার দুর্ঘটনা বিমা ছিল।
৩. এই সুবিধা কবে থেকে বন্ধ হচ্ছে?
→ SBI নিজস্ব কার্ডে ১৫ জুলাই ২০২৫ থেকে এবং co‑branded কার্ডে ১১ আগস্ট ২০২৫ থেকে সুবিধা বন্ধ হচ্ছে।
৪. বিমা পেতে হলে গ্রাহকরা কী করবেন?
→ তাদের নিজ উদ্যোগে কোনও travel বা personal accident insurance পলিসি কিনতে হবে।
৫. হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন নেওয়া হল?
→ SBI Card-এর খরচ কমানো ও পরিষেবা নিয়ন্ত্রণের নীতির অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে।