Viral: ওড়িশায় দুর্গা রূপে পূজিত হচ্ছে দুইটি মাথা ও তিন চোখ বিশিষ্ট বাছুর, তুমুল ভাইরাল ভিডিও
কিছু কিছু ঘটনা এমন ঘটে যার কোনো সংজ্ঞা থাকেনা। কেন ঘটে তা বিজ্ঞানও মাঝে মাঝে বলতে পারেন না। যদিও সম্প্রতি একটি ঘটনা ঘটেছে যার জন্য বিজ্ঞানের কাছে উত্তর আছে। এমন ঘটনা শুধু পশু, পাখিদের মধ্যে নয়, মানুষের মধ্যে ঘটতে পারে মাতৃগর্ভে থাকাকালীন কোন সমস্যা জনিত কারণে শিশু বিকৃত হতে পারে। এ ক্ষেত্রে তাই হয়েছে কিন্তু একটু অন্য রকম ঘটনা ঘটলেই মানুষ হই হই করে মেতে ওঠে । শুধু তাই নয়, একটি বাছুর জন্মগ্রহণ করেছে যার দুটি মাথা, তিনটি চোখ। তিনটি চোখ মানে মানুষ এখানে ভগবানের সঙ্গে খানিকটা জড়িয়ে ফেলেছে।
সম্প্রতি গোটা ভারতবর্ষ জুড়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। দুর্গাপুজোর পাশাপাশি নবরাত্রিতে মেতেছে গোটা ভারতবর্ষে এইরকম একটি শুভ মুহূর্তে ওড়িশায় জন্ম নিল একটি বাছুর। জন্মের পর থেকে বাঁচতে নানা বৈশিষ্ট্যের জন্য তাকে একেবারে মা দুর্গা রূপে পূজা করা হচ্ছে। নবরংপুর জেলার পঞ্চায়েতের বিজাপুর গ্রামের অন্তর্গত ধনিরাম নামে এক কৃষকের বাড়িতে জন্ম নিয়েছে এই অদ্ভুত আকারের বাছুর ছানা।
আপাতত সোশ্যাল মিডিয়ার পর্দায় এই বাছুর ছানাই আজকের হিরো। তার জন্ম দেখে এই পরিবারের সকলে বেশ অবাক হয়ে গেছেন। দু’বছর আগে বাছুরের মা কে ধনিরাম কিনেছিলেন। সম্প্রতি সে গর্ভবতী হয়। আর তারপরে তার গর্ভাবস্থা ভালো ভাবে কাটলেও প্রসবের সময় তাকে অনেক সমস্যা ভোগ করতে হয়। অনেক অসুবিধা হচ্ছিল গরুটিকে প্রসব করাতে। স্বাভাবিকভাবে প্রসব করানোর পরেই দেখা গেল যে বাছুরের দুটো মাথা তিনটি চোখ।
দেখে নিন ভাইরাল ভিডিও –
People in the locality of Bijapara village have begun worshipping a two headed calf as #Durga Avatar
After it was born with two heads and three eyes on the occasion of #Navratri to a farmer in Odisha’s Nabrangpur District. #DurgaPuja @aajtak @IndiaToday pic.twitter.com/tz9i9mpJ0O— Suffian सूफ़ियान سفیان (@iamsuffian) October 12, 2021