Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

Rupashree Scheme: কোথায় মিলবে ২৫,০০০ টাকার ফর্ম? কারা পাবেন এই অর্থ সাহায্য, দেখে নিন

বিয়ের আয়োজন অনেক সময়ই হয়ে ওঠে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের কাছে এক বিরাট আর্থিক চ্যালেঞ্জ। এই সমস্যার কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ সরকার ২০১৮ সালের জুন মাসে চালু করে ‘রূপশ্রী প্রকল্প’। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মেয়েদের বিয়ের সময় আর্থিক সহায়তা প্রদান করা। এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারী মেয়েদের এককালীন ২৫,০০০ প্রদান করা হয়। তবে এর জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়। মেয়েটির বয়স হতে হবে অন্তত ১৮ বছর এবং পরিবারের বার্ষিক আয় ১.৫ লক্ষের কম হতে হবে। একইসঙ্গে, মেয়েটির এটি অবশ্যই প্রথম বিবাহ হতে হবে এবং পাত্রের বয়স অন্তত ২১ বছর হতে হবে।

আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অফলাইন। বিয়ের অন্তত ৩০ থেকে ৬০ দিন আগে আবেদন জমা দিতে হয় সংশ্লিষ্ট পঞ্চায়েত অফিস, BDO, SDO বা পৌরসভায়। আবেদনপত্র যাচাইয়ের পর যদি সমস্ত শর্ত পূরণ হয়, তবে বিয়ের অন্তত ৫ দিন আগে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। অর্থ পাঠানো হয় IFMS (Integrated Financial Management System)–এর মাধ্যমে, যা নিরাপদ ও স্বচ্ছ প্রক্রিয়া হিসেবে বিবেচিত।

এই প্রকল্প ইতিমধ্যেই হাজার হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছে। গ্রামীণ এবং শহরাঞ্চলের অনেক বাবা-মা, যারা ঋণ নিয়ে মেয়ের বিয়ের খরচ চালাতেন, তাঁরা এই প্রকল্প থেকে বড় সুবিধা পেয়েছেন। সরকারের আশা, এই উদ্যোগ শুধু আর্থিক স্বস্তি দেবে না, বরং বাল্যবিবাহ রোধে ইতিবাচক ভূমিকা রাখবে। কারণ প্রকল্পটি কেবলমাত্র প্রাপ্তবয়স্ক মেয়েদের জন্য প্রযোজ্য। বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলায় সচেতনতা কর্মসূচির মাধ্যমে ‘রূপশ্রী প্রকল্প’-এর তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। ফলে অনেক পরিবার এখন বিয়ের আগে আর্থিক দুশ্চিন্তা না করে সরকারি সহায়তার উপর ভরসা রাখতে পারছে।

FAQ (প্রশ্নোত্তর)

১. রূপশ্রী প্রকল্পের আওতায় কত টাকা অনুদান দেওয়া হয়?
এই প্রকল্পের মাধ্যমে এককালীন ২৫,০০০ দেওয়া হয়।

২. আবেদন করার জন্য ন্যূনতম বয়স কত হতে হবে?
মেয়ের বয়স হতে হবে অন্তত ১৮ বছর এবং ছেলের বয়স হতে হবে ২১ বছর বা তার বেশি।

৩. পরিবারের সর্বোচ্চ আয় কত হলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে?
বাৎসরিক আয় ১.৫ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না।

৪. আবেদন কোথায় জমা দিতে হয়?
পঞ্চায়েত, BDO, SDO বা সংশ্লিষ্ট পৌরসভা অফিসে আবেদন জমা দিতে হয়।

৫. টাকা কবে প্রদান করা হয়?
যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে বিয়ের অন্তত ৫ দিন আগে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়।