মনের দুঃখে সিগারেট খাচ্ছে এক কাঁকড়া, সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল ভিডিও
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা পশুপাখির নানান অবাক করা কান্ড কারখানা মাঝেমাঝেই টুইটারে পোস্ট করেন। গত রবিবার তিনি ঠিক এমনই একটি অসাধারণ ছবি পোস্ট করেছেন তা দেখে আমজনতা অবাক হয়ে গেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে এক কাঁকড়া মনের সুখে সুখ টান দিচ্ছে সিগারেটে।
ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তা হয়তো কাঁকড়া জানে না। একেবারে মানুষের মতো আঙ্গুলরূপী দাঁড়ায় মধ্যে নিয়ে দিব্যি সুখ টান দিচ্ছে সিগারেটে। মাঝেমধ্যে হালকা ধোঁয়া বের করছে। তবে এমন ঘটনার উৎস স্থল কোথায় তা এখনো পর্যন্ত জানা যায়নি। যেখানেই হোক বিষয়টা যে মজার এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথেই রীতিমতো ভাইরাল হয়েছে। একেক জন একেক রকম মন্তব্য করছেন। তবে এ কাঁকড়া কার থেকে এ রকম সিগারেট খাওয়ার ট্রেনিং পেল তা তো জানা যায়নি, তবে মানুষকে দেখে যে তার এরকম অধঃপতন একথা বলাই যায়। এবার তো মনুষ্য প্রজাতিকে লুকিয়ে লুকিয়ে ধূমপান করতে হবে। বলা যায় না এরপরে অন্য কোন জীব এই পদ্ধতি রপ্ত করে ফেলবে! দেখুন সেই ভিডিও।