আজকের ইতিহাস
আজ ১৫ অক্টোবর, চলুন দেখে নেওয়া যাক কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গিয়েছে আজকের এই বিশেষ দিনটিতে।
ঘটনাবলী-»
১) ১৮১৫ সালে আজকের দিনে নেপোলিয়নের নির্বাচন জীবন শুরু হয় সেন্ট হেলেনা দ্বীপে।
২) ১৯১৭ সালে আজকের দিনে জার্মানির পক্ষে গোয়েন্দাগিরির অভিযোগের ডাচ নৃত্যশিল্প মাটা হ্যারিকে ফায়ারিং স্কোয়াডে গুলি করা হয়।
৩) ১৯৪৫ সালে আজকের দিনে ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে লাবেল এর মৃত্যুদন্ড কার্যকর হয়।
৪) ১৯৬৪ সালে আজকের দিনে চীনের প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা হয়।
৫) ১৯৬৪ সালে আজকের দিনে নিকিতা ক্রুশ্চেভ সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্র প্রধানের পদ থেকে অপসারিত হন।
৬) ১৯৮৫ সালে আজকের দিনে প্রধানমন্ত্রী মিখাইল গর্বাচেভ অর্থনৈতিক সংস্কার নীতি ও পেরেস্ত্রইকা পুনর্গঠন এর ঘোষণা করেন।
৭) ১৯৯৩ সালে আজকের দিনে নেলসন ম্যান্ডেলা এবং ডি ক্লার্ক উভয়ই নোবেল শান্তি পুরস্কার পান।
৮) ১৯৯৫ সালে আজকের দিনে সোভিয়েত ইউনিয়নের পতনের পর প্রথম রাশিয়া ও কিউবার মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর হয়।
জন্ম-»
১) ১৯৩১ সালে আজকের দিনে ডক্টর এপিজে আবদুল কালাম ভারতীয় বিজ্ঞানী একাদশতম রাষ্ট্রপতি জন্মগ্রহণ করেন।
২) ১৯৪৮ সালে আজকের দিনে বাঙালি কল্পবিজ্ঞান লেখক সিদ্ধার্থ ঘোষ জন্মগ্রহণ করেন।
৩) ১৯৫৭ সালে আজকের দিনে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী পরিচালক ও প্রযোজক মীরা নায়ার জন্মগ্রহণ করেন।
মৃত্যু-»
১) ১৫৬৪ সালে আজকের দিনে বেলজিয়াম বংশোদ্ভূত গ্রিক চিকিৎসক ও লেখক এলিস মৃত্যুবরণ করেন।
২) ১৯১৮ সালে আজকের দিনে ভারতীয় ধর্মগুরু যোগীয় ফকির সিরডি সাইবাবা মৃত্যুবরণ করেন।
৩) ১৯৩৮ সালে বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রবক্তা আবুল হোসেন মৃত্যুবরণ করেন।
৪) ১৯৬২ সালে আজকের দিনে ভারতের স্বাধীনতা সংগ্রামী লোকসেবক সংঘের প্রতিষ্ঠাতা ও পুরুলিয়া জেলার বঙ্গ ভক্তি আন্দোলনের মুখ্য স্থপতি অতুল চন্দ্র ঘোষ মৃত্যুবরণ করেন।
৫) ১৯৭৫ সালে আজকের দিনে ভারতীয় বাঙালি ভাস্কর্য, চিত্রশিল্পী, ললিতকলা একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি দেবীপ্রসাদ রায়চৌধুরী মৃত্যুবরণ করেন।
অন্যান্য-»
১) আজ বিশ্ব হাত ধোয়া দিবস।
২) আজ গ্রামীণ নারী দিবস।
৩) আজ বিশ্ব স্তন ক্যান্সার প্রতিরোধ দিবস।