Hoop PlusTollywood

Sudipta Chakraborty: ‘রান্নাঘরের গপ্পো’ শোনাতে আসছেন অভিনেত্রী সুদীপ্তা

এতদিন জি বাংলায় সুদীপা চট্টোপাধ্যায়ের (Sudipa Chatterjee)-র রান্নাঘর দেখতে ব্যস্ত ছিলেন সকলে। কিন্তু এবার প্রতিযোগিতায় নামল কালার্স বাংলা। জাতীয় পুরস্কার বিজয়িনী অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)-র হাত ধরে আসতে চলেছে ‘রান্নাঘরের গপ্পো’।

 

View this post on Instagram

 

A post shared by Colors Bangla (@colorsbangla)

থিয়েটারের সাথে একসময় টেলিভিশনেও নিজের রাজত্ব তৈরি করেছিলেন সুদীপ্তা। বহু যুগ পর আবারও তিনি টেলিভিশনে ফিরছেন ‘রান্নাঘরের গপ্পো’ বলতে। বাঙালির রান্না বরাবর দুই ভাগে বিভক্ত, বাঙাল ও ঘটি। শোনা যায়, ঘটিরা নাকি সব রান্নায় মিষ্টি দেন। অপরদিকে এও শোনা যায়, বাঙালরা নাকি মাছের বিভিন্ন পদ তৈরি করতে এক্সপার্ট। ঘটি বনাম বাঙালের ফুটবলের লড়াইয়েও একসময় ঢুকে গিয়েছিল খাবার। মোহনবাগান জিতলে বাঙালরা গলিতে ঢোকার মুখে দেখতে পেতেন, গলদা চিংড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন মোহনবাগান সমর্থকরা। আবার একই দৃশ্য দেখা যেত ইস্টবেঙ্গল জিতলে। তখন অবশ্য চিংড়ি বদলে যেত ইলিশে।

তবে দুই ঘরানার রান্না কিন্তু সমৃদ্ধ করেছে রান্নাঘরকে। ‘রান্নাঘরের গপ্পো’-য় শুধু রান্না নিয়ে আড্ডাই থাকবে না, থাকতে চলেছে বিভিন্ন হারিয়ে যাওয়া রান্নাও। ‘রান্নাঘরের গপ্পো’ সঞ্চালনার পাশাপাশি রাঁধুনিদের অভিজ্ঞতার কথাও শুনবেন সুদীপ্তা।

তাহলে এবার টক্করটা শুরুই হয়ে গেল। সুদীপা বনাম সুদীপ্তা অর্থাৎ ‘রান্নাঘর’ ভার্সেস ‘রান্নাঘরের গপ্পো’। আগামী 17 ই অক্টোবর থেকে কালার্স বাংলায় বিকাল পাঁচটার সময় সম্প্রচারিত হতে চলেছে ‘রান্নাঘরের গপ্পো’।

 

View this post on Instagram

 

A post shared by Colors Bangla (@colorsbangla)

Related Articles