আধার কার্ডে অনিয়ম রুখতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। ২০২৫ সালের ২ জুলাই থেকে চালু হয়েছে আধার সংক্রান্ত একগুচ্ছ নতুন নিয়ম। এই নীতিগত পরিবর্তনের ফলে এখন থেকে এক ব্যক্তির নামে শুধুমাত্র একটি আধার নম্বরই বৈধ থাকবে।
কী কী বদল আনল UIDAI?
ভারতীয় ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি (UIDAI) স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি কারও নামে একাধিক আধার নম্বর থেকে থাকে, তাহলে যেটি প্রথমে বায়োমেট্রিক তথ্যসহ জারি হয়েছে, সেটি বজায় থাকবে, বাকি সব বাতিল হবে। ফলে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং ডুপ্লিকেট আইডির সমস্যা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। এই নতুন ব্যবস্থায় নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়া আরও কড়া করা হয়েছে। পরিচয়, ঠিকানা, জন্মতারিখ ও আত্মীয়তার প্রমাণ দিতে হবে নির্ধারিত নথির মাধ্যমে। এই চারটি বিভাগের আওতায় আলাদা করে ডকুমেন্ট তালিকা প্রকাশ করেছে UIDAI।
নথির তালিকায় কী কী থাকছে?
বয়স্কদের জন্য অনুমোদিত নথির মধ্যে থাকছে পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স এবং বিদ্যুৎ, জল বা গ্যাস বিল। ৫ বছরের নিচে শিশুদের জন্য হেড-অব-ফ্যামিলি ভিত্তিক এনরোলমেন্ট চালু হয়েছে, সঙ্গে জন্ম সনদ বা পাসপোর্ট আবশ্যক। এছাড়াও আধার দেওয়ার ক্ষেত্রে এবার থেকে বায়োমেট্রিক তথ্যের সঙ্গে সংযুক্ত থাকবে অন্যান্য সরকারি ডেটাবেস। যেমন: পাসপোর্ট, রেশন কার্ড, জন্ম/ম্যাট্রিক শংসাপত্র ইত্যাদি। ফলে নাগরিকদের পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া হবে আরও নির্ভরযোগ্য ও নিরাপদ। এই উদ্যোগের মূল লক্ষ্য হল আধার ব্যবস্থার উপর বিশ্বাসযোগ্যতা আরও বাড়ানো এবং জালিয়াতি রুখে গঠনমূলক ডিজিটাল সমাজ গড়ে তোলা।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQs)
১. একজনের একাধিক আধার থাকলে কী হবে?
যে আধারটি প্রথমে বায়োমেট্রিক তথ্যসহ জারি হয়েছে, সেটিই বৈধ থাকবে, বাকি নম্বর বাতিল করা হবে।
২. কী কী নথি জমা দিতে হবে আধার আপডেট বা এনরোলমেন্টে?
পরিচয়, ঠিকানা, জন্ম তারিখ ও সম্পর্কের প্রমাণ হিসেবে নির্ধারিত তালিকার নথি জমা দিতে হবে।
৩. শিশুদের জন্য কী নিয়ম কার্যকর হয়েছে?
৫ বছরের নিচে শিশুদের জন্য হেড-অব-ফ্যামিলি ভিত্তিক প্রক্রিয়া চালু হয়েছে। সঙ্গে জন্মসনদ/পাসপোর্ট আবশ্যক।
৪. এই নিয়ম কবে থেকে কার্যকর হয়েছে?
২ জুলাই ২০২৫ থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে।
৫. বায়োমেট্রিক তথ্য কিভাবে ব্যবহার হবে?
পাসপোর্ট, রেশন, জন্ম সনদ ইত্যাদির সরকারি তথ্যভান্ডারের সঙ্গে মিলিয়ে বায়োমেট্রিক যাচাই হবে।