জুলাই ২০২৫ থেকে ট্রেনের তৎকাল টিকিট বুকিংয়ে আসছে বড় পরিবর্তন। এবার থেকে আর শুধু আইআরসিটিসি (IRCTC) অ্যাকাউন্ট থাকলেই চলবে না—টিকিট কাটতে বাধ্যতামূলক আধার নম্বর সংযুক্তিকরণ এবং ওটিপি যাচাইকরণ।
নতুন নিয়মে কী থাকছে?
ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, ১ জুলাই ২০২৫ থেকে অনলাইন তৎকাল টিকিট কাটার সময় অবশ্যই আধার সংযুক্ত আইআরসিটিসি অ্যাকাউন্ট লাগবে। যাঁদের অ্যাকাউন্ট আধার দিয়ে ভেরিফাই করা নেই, তাঁরা কোনওভাবেই তৎকাল টিকিট কাটতে পারবেন না।
এখানেই শেষ নয়। ১৫ জুলাই ২০২৫ থেকে তৎকাল টিকিট কাটার সময় দ্বিতীয় স্তরের নিরাপত্তা হিসাবে ওটিপি যাচাই বাধ্যতামূলক করা হচ্ছে। এই ওটিপি যাবে সংশ্লিষ্ট যাত্রীর আধার-লিঙ্কড মোবাইল নম্বরে। অর্থাৎ যারা আধার নম্বর যুক্ত করেননি, তাদের জন্য এই পরিষেবা কার্যত বন্ধ হতে চলেছে।
এজেন্টদের জন্য বিশেষ বিধিনিষেধ
রেলওয়ে কর্তৃপক্ষ আরও জানিয়েছে, তৎকাল টিকিট কাটার সময় প্রথম ৩০ মিনিট এজেন্টদের টিকিট কাটতে দেওয়া হবে না। এই সময়সীমা হল—
-
এসি কোচের জন্য: সকাল ১০টা থেকে ১০.৩০টা পর্যন্ত
-
নন-এসি কোচের জন্য: সকাল ১১টা থেকে ১১.৩০টা পর্যন্ত
এই ব্যবস্থার ফলে সাধারণ যাত্রীরা সুবিধা পাবেন এবং এজেন্টদের মাধ্যমে অতিরিক্ত দামে টিকিট বিক্রির প্রবণতা কমবে বলে মনে করা হচ্ছে।
প্রযুক্তির সাহায্যে জালিয়াতি রুখবে রেল
এই পুরো প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে রেলওয়ে আধিকারিকেরা AI ও অ্যান্টি-বট সিস্টেম চালু করতে চলেছে। এর মাধ্যমে বট ব্যবহার করে একসাথে বহু টিকিট কাটার চেষ্টা, জালিয়াতি বা স্ক্যাল্পিং আটকানো সম্ভব হবে। প্রকৃত যাত্রীরাই যাতে ন্যায্যভাবে টিকিট পেতে পারেন, সেটাই এই পরিবর্তনের মূল উদ্দেশ্য।
FAQ (প্রশ্নোত্তরে বিস্তারিত)
১. কবে থেকে আধার বাধ্যতামূলক তৎকাল টিকিটের ক্ষেত্রে?
→ ১ জুলাই ২০২৫ থেকে এই নিয়ম কার্যকর হবে।
২. আধার ছাড়া টিকিট কাটা যাবে না?
→ IRCTC অ্যাকাউন্টে আধার সংযুক্ত না থাকলে তৎকাল টিকিট বুকিং করা যাবে না।
৩. ওটিপি যাচাই কখন থেকে শুরু হচ্ছে?
→ ১৫ জুলাই ২০২৫ থেকে তৎকাল টিকিট কাটার সময় ওটিপি যাচাই বাধ্যতামূলক হবে।
৪. রেল এজেন্টরা কি টিকিট কাটতে পারবেন?
→ প্রথম ৩০ মিনিট এজেন্টরা তৎকাল টিকিট কাটতে পারবেন না। শুধুমাত্র সাধারণ যাত্রীরা পারবেন।
৫. এই পদক্ষেপের মূল উদ্দেশ্য কী?
→ স্ক্যাল্পিং বন্ধ করা, জালিয়াতি কমানো এবং প্রকৃত যাত্রীদের সুবিধা নিশ্চিত করা।