Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

Aadhaar Update: UIDAI-র কড়া বার্তা, আধার না আপডেট করলেই বন্ধ হবে সরকারি সুযোগ-সুবিধা

সংশোধিত আধার কার্ড না থাকলে আগামী দিনে মিলবে না একাধিক সরকারী সুবিধা—এই সতর্কবার্তা আগেই দেওয়া হয়েছিল। এবার সেই প্রেক্ষিতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) আরও একবার বাড়াল বিনামূল্যে অনলাইন আধার আপডেটের সময়সীমা। এখন ২০২৬ সালের ১৪ জুন পর্যন্ত ফ্রি-তে আপডেট করা যাবে নাম, ঠিকানা বা পরিচয়-সংক্রান্ত তথ্য।UIDAI-এর তরফে জানানো হয়েছে, আধার নম্বর যারা ১০ বছর বা তারও আগে নিয়েছেন, তাঁদের ক্ষেত্রেই আপডেট সবচেয়ে জরুরি। কারণ বহু মানুষ এখনও পুরনো তথ্য নিয়েই আধার ব্যবহার করছেন, যার ফলে অনেক সরকারী পরিষেবায় সমস্যা দেখা দিচ্ছে। এই ডেটা আপডেট না করলে ভবিষ্যতে সরকারি স্কিমের সুবিধা বন্ধ হয়ে যেতে পারে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।

এই নিয়ে পঞ্চমবার সময়সীমা বাড়ানো হল। আগের ডেডলাইন ছিল ২০২৫ সালের ১৪ জুন। এবার তা আরও এক বছর বাড়িয়ে ২০২৬ করা হল। আপাতত অনলাইনে myAadhaar পোর্টালে লগ ইন করে বিনামূল্যে আপডেট করা যাচ্ছে। তবে এই সুবিধা শুধুমাত্র পরিচয়পত্র (Proof of Identity) ও ঠিকানার প্রমাণপত্র (Proof of Address) আপলোডের ক্ষেত্রে প্রযোজ্য। বায়োমেট্রিক তথ্য বা মোবাইল নম্বর বদলের জন্য অবশ্যই ফিজিক্যাল আধার কেন্দ্রেই যেতে হবে এবং নির্ধারিত ফি দিতে হবে।

২০২৬ সালের ১৫ জুনের পর থেকে অনলাইনে আপডেট করতে হলে প্রতি রিকোয়েস্টে ২৫ দিতে হবে, এবং অফলাইনে সেই ফি হবে ৫০। ফলে সময় থাকতেই যাঁরা এখনো আধার সংশোধন করেননি, তাঁদের জন্য এটি বড় সুযোগ।UIDAI জানিয়েছে, আধার আপডেট না হলে বিভিন্ন প্রকল্প যেমন বিনামূল্যে রেশন, LPG সাবসিডি, DBT সুবিধা ইত্যাদি ব্যাহত হতে পারে। ফলে আধার হোল্ডারদের অনুরোধ করা হচ্ছে, শীঘ্রই নথিপত্র আপডেট করে নিতে।

প্রশ্নোত্তর (FAQ):

১. কবে পর্যন্ত আধার কার্ড ফ্রিতে আপডেট করা যাবে?
২০২৬ সালের ১৪ জুন পর্যন্ত অনলাইনে আধার আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে।

২. কোন কোন তথ্য ফ্রিতে আপডেট করা যাবে?
শুধুমাত্র পরিচয়পত্র (PoI) ও ঠিকানার প্রমাণপত্র (PoA) আপডেট করা যাবে বিনামূল্যে।

৩. অনলাইন আপডেটের পর কত টাকা খরচ হবে?
২০২৬ সালের ১৫ জুন থেকে অনলাইন আপডেটের জন্য প্রতি রিকোয়েস্টে ২৫ এবং অফলাইনে ৫০ চার্জ ধার্য করা হবে।

৪. বায়োমেট্রিক বা মোবাইল নম্বর পরিবর্তনের জন্য কী করতে হবে?
এর জন্য আধার কেন্দ্র বা এনরোলমেন্ট সেন্টারে গিয়ে নির্ধারিত ফি দিয়ে আপডেট করাতে হবে।

৫. যদি আধার আপডেট না করা হয়, তাহলে কী সমস্যা হতে পারে?
সরকারি প্রকল্প ও ভর্তুকি পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে বা সুবিধা বন্ধ হয়ে যেতে পারে।