Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

Indian Railways: বনগাঁয় আসছে AC লোকাল, কলকাতা–মালদহ রুটে নতুন এক্সপ্রেস! কবে থেকে চলবে?

রাজ্যের যাত্রী পরিষেবায় যুক্ত হচ্ছে নতুন মাত্রা। এবার বগাঁন শাখায় শুরু হচ্ছে নতুন AC লোকাল ট্রেন, একই দিনে চালু হবে কলকাতা থেকে মালদহগামী ইন্টারসিটি এক্সপ্রেস। আসন্ন ১৮ জুলাই, এই দুই পরিষেবার ভার্চুয়াল উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী। যাত্রী স্বাচ্ছন্দ্য ও গতি—দুইয়ের লক্ষ্যেই রেলমন্ত্রকের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

বনগাঁ শাখায় AC লোকাল: কম স্টপ, বেশি গতি

নতুন AC লোকাল চলবে বারাসত থেকে বনগাঁ পর্যন্ত। এই ট্রেন হবে “গ্যালপিং টাইপ”, অর্থাৎ কম স্টপেজে দ্রুতগামী পরিষেবা দেবে যাত্রীদের। এসি কম্পার্টমেন্টে যাতায়াতে যাঁরা অভ্যস্ত, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে এক স্বস্তির খবর। ইতিমধ্যেই AC EMU রেক পৌঁছে গিয়েছে রানাঘাট ও শিয়ালদহ কারসেডে। খুব শীঘ্রই এই পরিষেবা পুরোপুরি শুরু হবে বলে রেল সূত্রে খবর।

মালদহগামী ইন্টারসিটি এক্সপ্রেস: সপ্তাহে দু’দিন চলবে পরিষেবা

সপ্তাহে শনিবার ও রবিবার, চলবে কলকাতা–মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস। রুট হবে কলকাতা–রানাঘাট–মুর্শিদাবাদ–আজিমগঞ্জ হয়ে মালদহ পর্যন্ত। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ সহজ করতে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।

যাত্রী স্বাচ্ছন্দ্যে বাড়তি নজর

রেলমন্ত্রকের একাধিক প্রকল্পের মধ্যে যাত্রী নিরাপত্তা ও আরামের দিকটিই মূল গুরুত্ব পাচ্ছে। গ্রীষ্মকালীন ভিড় এবং ভ্যাপসা আবহাওয়ার কথা মাথায় রেখে AC লোকাল চালু করার কথা ভাবা হয়েছে। একইসঙ্গে ইন্টারসিটি এক্সপ্রেস দীর্ঘপথের যাত্রীদের জন্য আরও সময়সাশ্রয়ী বিকল্প হয়ে উঠবে।

সময় ও ভাড়া এখনও প্রকাশিত হয়নি

যদিও ট্রেন দুটি ১৮ জুলাই উদ্বোধন হচ্ছে, তবে এখনো পর্যন্ত সরকারি ভাবে সময়সূচি ও ভাড়া ঘোষণা হয়নি। AC লোকাল ট্রেনের জন্য একটা প্রাথমিক ভাড়ার কাঠামো তৈরি হলেও ইন্টারসিটির ভাড়ার বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

 প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQs)

১. AC লোকাল ট্রেনটি কোথা থেকে কোথায় চলবে?
বারাসত থেকে বনগাঁ রুটে এই AC লোকাল ট্রেন চালানো হবে।

২. ইন্টারসিটি এক্সপ্রেসটি সপ্তাহে ক’দিন চালু থাকবে?
শুধুমাত্র শনিবার ও রবিবার—সপ্তাহে দুই দিন চালু থাকবে এই পরিষেবা।

৩. এই দুটি ট্রেন কবে উদ্বোধন হচ্ছে?
প্রধানমন্ত্রীর ভার্চুয়াল মাধ্যমে ১৮ জুলাই এই পরিষেবার উদ্বোধন করা হবে।

৪. AC লোকাল ট্রেনটি কী ধরনের হবে?
এটি “গ্যালপিং” টাইপ ট্রেন হবে, যেখানে কম স্টপেজ থাকবে দ্রুত যাত্রার জন্য।

৫. ভাড়া ও সময়সূচি কবে জানানো হবে?
রেল দফতর সূত্রে এখনও নির্দিষ্ট দিন ঘোষণা হয়নি, তবে খুব শীঘ্রই তা প্রকাশ্যে আসবে।