উৎসবের মরসুমে সুখবর পেলেন কেন্দ্রীয় কর্মী ও পেনশনভোগীরা। অগস্ট মাসের বেতন ও পেনশন এবার নির্ধারিত সময়ের আগেই হাতে আসবে মহারাষ্ট্র এবং কেরলের কর্মচারীদের। ওনাম এবং গণপতি উৎসবের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেরলে বেতন ও পেনশনের অগ্রিম প্রদান করা হবে ২৫ অগস্ট, সোমবার। অন্যদিকে মহারাষ্ট্রে এই অগ্রিম টাকা পাওয়া যাবে ২৬ অগস্ট, মঙ্গলবার। কর্মচারী ও পেনশনভোগীরা তাঁদের নির্ধারিত সময়ের আগেই আর্থিক সহায়তা পেয়ে উৎসব আরও স্বস্তিতে কাটাতে পারবেন বলে আশা করা হচ্ছে।
তবে এটিকে পূর্ণাঙ্গ বেতন হিসেবে ধরা হবে না। সরকারের নিয়ম অনুযায়ী, এই অর্থকে Advance Payment হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ, অগস্ট বা সেপ্টেম্বর মাসের নিয়মিত বেতনের সঙ্গে এর প্রয়োজনীয় সমন্বয় করা হবে। এতে চূড়ান্ত মাসিক বেতন বা পেনশনে কোনও অসঙ্গতি থাকবে না। এই সিদ্ধান্তে উপকৃত হবেন মহারাষ্ট্র ও কেরলের হাজার হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তরা। উৎসবকালে বাজারে চাহিদা বৃদ্ধি এবং পরিবারে ব্যয়ের চাপ সামলাতে এই পদক্ষেপকে অনেকেই সময়োচিত বলছেন। কেন্দ্রীয় কর্মীদের দীর্ঘদিন ধরেই দাবি ছিল, বড় আঞ্চলিক উৎসবগুলির আগে বেতন প্রদান করলে অনেক সমস্যার সমাধান সম্ভব।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
প্রশ্ন ১: কেরলে কবে বেতন অগ্রিম প্রদান করা হবে?
উত্তর: কেরলের কর্মী ও পেনশনভোগীরা ২৫ অগস্ট ২০২৫-এ বেতন ও পেনশনের অগ্রিম অর্থ পাবেন।
প্রশ্ন ২: মহারাষ্ট্রে কখন অগ্রিম বেতন পাওয়া যাবে?
উত্তর: মহারাষ্ট্রে ২৬ অগস্ট ২০২৫-এ বেতন ও পেনশনের অগ্রিম প্রদান করা হবে।
প্রশ্ন ৩: এই অর্থকে কি সম্পূর্ণ বেতন হিসেবে গণ্য করা হবে?
উত্তর: না, এটিকে Advance Payment হিসেবে ধরা হবে এবং অগস্ট বা সেপ্টেম্বরের পূর্ণ বেতনের সঙ্গে সমন্বয় করা হবে।
প্রশ্ন ৪: কেন অগ্রিম বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে?
উত্তর: কেরলে ওনাম এবং মহারাষ্ট্রে গণপতি উৎসবের আগে আর্থিক চাপ কমাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রশ্ন ৫: এতে কাদের সুবিধা হবে?
উত্তর: কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং পেনশনভোগীরা এই সুবিধা পাবেন।