‘কিশোর বয়সে যৌন-হেনস্থার শিকার হয়েছি’, অবশেষে মুখ খুললেন আমির খানের মেয়ে
যৌন হেনস্থা এখন একটি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ছোট থেকে বড়ো কেউ এর থেকে রেহাই পাচ্ছনা। বাড়ি,স্কুল,কলেজ,অফিস সর্বত্র মেয়েরা আজ এই হেনস্থার মুখোমুখি হয়েছেন। সম্প্রতি এবার একজন স্টারকিড এই নিজের যৌনহেনস্থা নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে খোলাখুলি কথা বললেন। আমির খান তনয়া ইরা খান নিজের খারাপ মুহূর্ত শেয়ার করলেন। শুধু তাই নয়, ১৪ বছর বয়সে শারীরিক নির্যাতনের শিকার হওয়ার কথা৷ বললেননা। সেই সময় বাবা আমির ও মা রিনা দত্তের ডিভোর্স নিয়েও মুখ খুলেছেন ইরা।
২০০২ সালে বিবাহবিচ্ছেদ হয়েছিল আমির ও রিনার। নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি দীর্ঘ ভিডিয়ো শেয়ার করলেন। সেদিন ইরা নিজের মনের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, তিনি যখন ১৪ বছরের ছিলেন, তখন তিনক যৌন হেনস্থা শিকার হয়েছিলেন। তখন তিনি এতটাই ছোট ছিলেন তার সাথে কি ঘটছে তা তিনি বুঝতে পারছিলেন না। এটা ১-২ দিনের ঘটনা নয় এটা প্রায় এক বছর চলার পর তিনি বুঝতে পেরেছিলেন যে কি হচ্ছে। এরপর ইরা বেশ অবসাদগ্রস্ত হয়ে পড়েন। তারপর সে বিষয়ে ইমেল করে বাবা-মাকে তিনি সবকিছু জানিয়েছিলেন। তারপর ইরার বাবা-মা সেইসময় ওই সিচুয়েশন থেকে বের করে আনেন। সেখান থেকে বেরিয়ে আসার পর আর কখনও সেটা নিয়ে তাঁর আর খারাপ লাগেনি। তিনি আর ভয়ও পাননি। তাঁর মনে হয়েছিল যে, এটা আর তার সঙ্গে হবে না। কিন্তু সারা জীবন এর জন্য ইরার একটা খারাপ লাগা হয়ে থাকবে।
ইরা এই ভিডিয়োতে বাবা মায়ের ডিভোর্স নিয়েও কথা বলেছেন। তাঁর কথায়, ” তিনি যখন ছোট ছিলেন তখন তাঁর বাবা-মায়ের ডিভোর্স হয়। তবে এটার জন্য সারা জীবন তিনি যে আতঙ্কে দিন কাটিয়েছেন তা নয়। ইরার বাবা মা এখন ভালো বন্ধু, গোটা পরিবারটাই এখন তাঁর বন্ধু। বাবা মা আলাদা থাকলেও তিনি যে ভাঙা পরিবারে থাকেন তা কখনও নয়।
গত ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে নিজের মানসিক অবসাদের কথা শেয়ার করেছিলেন ইরা। এবং পূর্বে নিজের হেমস্থা কথা সাথে এর থেকে কিভাবে মুক্তি পেলেন সব বললেন। এমনকি তিনি চার বছরেরও বেশি সময় ধরে মানসিক অবসাদে ভুগছিলেন।