Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

Indian Railways: সব ট্রেনে সস্তায় AC কোচ! গরিব যাত্রীদের জন্য বড় প্রস্তাব বন্দে ভারত নির্মাতার

আর এসি ট্রেনে যাত্রা শুধুই উচ্চবিত্তদের জন্য নয়। ভারতীয় রেল এবার এমন এক পদক্ষেপ নিতে চলেছে, যার ফলে মধ্যবিত্ত এবং দরিদ্র শ্রেণির যাত্রীরাও সহজেই পাবে এসি ট্রেনের আরামদায়ক যাত্রার সুবিধা। দেশের রেল পরিষেবাকে আরও জনমুখী ও আধুনিক করে তুলতেই চালু হচ্ছে নতুন প্রকল্প—Amrit Bharat। বর্তমানে দেশে ইতিমধ্যেই সাতটি Amrit Bharat ট্রেন চলতে শুরু করেছে। আগামী দিনে আরও ১০০টি ট্রেন চালু করার পরিকল্পনা নিয়েছে রেল মন্ত্রক। এই ট্রেনগুলো নির্মিত হয়েছে স্বদেশী প্রযুক্তিতে, “Make in India” প্রকল্পের আওতায়। প্রতিটি ট্রেন সর্বোচ্চ ১৩০ কিমি/ঘণ্টা গতিতে চলতে সক্ষম।

এই ট্রেনগুলোর কোচে থাকবে একাধিক আধুনিক সুবিধা—ফোল্ডেবল স্ন্যাক টেবিল, মোবাইল হোল্ডার, ফাস্ট চার্জিং পোর্ট, রেডিয়াম ফ্লোরিং, উন্নত মানের আসন এবং এয়ার-স্প্রিং বডি। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে থাকছে ইলেকট্রো-পনিউম্যাটিক ব্রেকিং সিস্টেম, ফায়ার ডিটেকশন ইউনিট, সিল্ড গ্যাংওয়ে এবং টক-ব্যাক ইউনিটের মতো প্রযুক্তি। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ৫ থেকে ৬ লাখ দরিদ্র ও মধ্যবিত্ত যাত্রী উপকৃত হবেন বলে আশা করছে রেল কর্তৃপক্ষ। একটি আরামদায়ক, নিরাপদ এবং প্রযুক্তিনির্ভর যাত্রা তাঁরা পেতে চলেছেন অনেক কম খরচে। এতদিন ধরে এসি ট্রেন বললেই মাথায় আসত বেশি ভাড়া ও বিলাসবহুল পরিবেশের কথা। কিন্তু Amrit Bharat প্রকল্প সেই ধারণায় পরিবর্তন আনতে চলেছে। সরকারের এই পদক্ষেপ সামাজিক ভারসাম্য বজায় রাখার পাশাপাশি, পরিবহণ ক্ষেত্রেও একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

 প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ):

প্রশ্ন ১: Amrit Bharat ট্রেন কারা ব্যবহার করতে পারবে?
উত্তর: মধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণির যাত্রীরা এই ট্রেনের আরামদায়ক AC যাত্রা উপভোগ করতে পারবেন।

প্রশ্ন ২: এই প্রকল্পে কতগুলি ট্রেন চালু হয়েছে বা হবে?
উত্তর: বর্তমানে ৭টি ট্রেন চলছে, এবং আগামীতে আরও ১০০টি চালুর পরিকল্পনা রয়েছে।

প্রশ্ন ৩: এই ট্রেনের গতি এবং নিরাপত্তা কেমন হবে?
উত্তর: প্রতি ট্রেনের সর্বোচ্চ গতি হবে ১৩০ কিমি/ঘণ্টা, সঙ্গে থাকবে ফায়ার ডিটেকশন, টক-ব্যাক ও ব্রেকিং সিস্টেমের মতো উন্নত নিরাপত্তা ব্যবস্থা।

প্রশ্ন ৪: যাত্রীদের জন্য কী কী সুবিধা থাকবে ট্রেনে?
উত্তর: উন্নত আসন, ফাস্ট চার্জিং পোর্ট, মোবাইল হোল্ডার, স্ন্যাক টেবিল, রেডিয়াম আলো এবং পরিশ্রুত টয়লেট-সহ নানা আধুনিক সুবিধা থাকবে।

প্রশ্ন ৫: এই প্রকল্পে কতজন যাত্রী উপকৃত হবেন?
উত্তর: প্রতি মাসে প্রায় ৫–৬ লক্ষ মধ্যবিত্ত ও দরিদ্র যাত্রী এই পরিষেবা থেকে উপকার পাবেন বলে অনুমান করা হচ্ছে।