Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

Pension Scheme: সরকারের দুর্দান্ত স্কিম, মাত্র ২১০-তে আজীবন মিলবে ৫,০০০ পেনশন, জেনে নিন কীভাবে

অসংগঠিত খাতে কাজ করা লক্ষ লক্ষ মানুষের জন্য এক সুসংবাদ এনেছে কেন্দ্রীয় সরকার। আর্থিক নিরাপত্তার অভাবে বয়স্ক জীবনে অসুবিধায় পড়ার আশঙ্কা যাঁদের, তাঁদের জন্য একটি কার্যকর পেনশন প্রকল্প চালু হয়েছে—Atal Pension Yojana (APY)। সরকারের এই গ্যারান্টিযুক্ত স্কিমে অংশগ্রহণ করলেই মাসে সর্বোচ্চ ৫,০০০ পর্যন্ত পেনশন পাওয়ার সুযোগ থাকছে। সরকারি তথ্য অনুযায়ী, এই স্কিমে ১৮ থেকে ৪০ বছর বয়সীরা নাম নথিভুক্ত করতে পারবেন। প্রয়োজন শুধু একটি সক্রিয় সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের। অবদানের পরিমাণ অনুযায়ী বয়স্ক বয়সে প্রতি মাসে ১,০০০ থেকে ৫,০০০ পর্যন্ত পেনশন প্রদান করা হবে। পেনশনের পরিমাণ নির্ধারিত হবে ব্যক্তির বয়স ও মাসিক অবদানের ভিত্তিতে।

এছাড়া, ২০১৫ থেকে ২০২০ অর্থবছরের মধ্যে যাঁরা এই যোজনায় নাম লিখিয়েছেন, তাঁদের জন্য সরকার বিশেষ সহায়তার হাত বাড়িয়ে দেয়। তাদের অবদানের ৫০ শতাংশ বা সর্বোচ্চ ১,০০০ পর্যন্ত পাঁচ বছরের জন্য সরকার নিজেই অবদান দেয়। এর ফলে অনেক উপভোক্তার মাসিক খরচ অনেকটাই কমে যায়। এই স্কিমের আরেকটি বড় বৈশিষ্ট্য হল বিনিয়োগ রিটার্নের গ্যারান্টি। যদি প্রকৃত রিটার্ন সরকারের নির্ধারিত রেটের চেয়ে কম হয়, সেক্ষেত্রে সেই ঘাটতি সরকার পূরণ করবে। আবার যদি রিটার্ন বেশি হয়, তাহলে অতিরিক্ত অর্থ ব্যবহারকারীর অ্যাকাউন্টেই জমা হবে। বর্তমানে এই স্কিমে অন্তর্ভুক্তির হার উল্লেখযোগ্য হারে বাড়ছে। ২০২৫ সালের মধ্যে প্রায় ৮ কোটি মানুষ এই পেনশন স্কিমে যুক্ত হয়েছেন। চলতি অর্থবছরেই প্রায় ৩৯ লক্ষ নতুন গ্রাহক এই প্রকল্পে নাম লিখিয়েছেন।

FAQ (প্রশ্নোত্তর)

Atal Pension Yojana থেকে সর্বোচ্চ কত টাকা পেনশন পাওয়া যায়?
 মাসে সর্বোচ্চ ৫,০০০ পর্যন্ত গ্যারান্টিযুক্ত পেনশন পাওয়ার সুযোগ রয়েছে।

এই স্কিমে যোগ দেওয়ার জন্য কী কী যোগ্যতা থাকতে হবে?
 বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে এবং একটি সক্রিয় সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।

সরকারের সহায়তা কোনভাবে পাওয়া যায়?
 যাঁরা ২০১৫ থেকে ২০২০ সালের মধ্যে স্কিমে যোগ দিয়েছেন, তাঁদের অবদানের ৫০% বা ১,০০০ (যেটি কম) পর্যন্ত সরকারের তরফে পাঁচ বছরের জন্য অবদান দেওয়া হয়।

যদি বিনিয়োগে আয় কম হয়, তবে কী হবে?
 সরকারের নির্ধারিত রিটার্ন রেটের নিচে আয় হলে, সেই ঘাটতি সরকার পূরণ করবে।

 বর্তমানে কতজন এই স্কিমে যুক্ত হয়েছেন?
 সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে ৮ কোটির বেশি সাবস্ক্রাইবার স্কিমে যুক্ত হয়েছেন; চলতি বছরে যুক্ত হয়েছেন প্রায় ৩৯ লক্ষ নতুন সদস্য।