ভারতের ইলেকট্রিক গাড়ির বাজারে ফের চমক দিল বাজাজ অটো। সংস্থার নতুন ইলেকট্রিক স্কুটার Bajaj Chetak 3001-এর আত্মপ্রকাশ ঘটল মাত্র ৯৯,৯৯০ (এক্স-শোরুম) দামে। আধুনিক বৈশিষ্ট্য, উন্নত ব্যাটারি পারফরম্যান্স এবং বৃহৎ বুট স্পেস নিয়ে এই স্কুটার ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। বাজাজের এই মডেলটি তৈরি হয়েছে নতুন ৩৫-সিরিজ প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে। স্কুটারটির মূল আকর্ষণ ৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি, যা একবার চার্জে প্রায় ১২৭ কিমি পথ অতিক্রম করতে সক্ষম বলে দাবি করা হয়েছে। চার্জিংও বেশ দ্রুত—৭৫০ ওয়াটের চার্জারের সাহায্যে ০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে সময় লাগবে প্রায় ৩ ঘণ্টা ৫০ মিনিট।
চেতক ৩০০১ মডেলটির আর একটি বড় ফিচার হল এর ৩৫ লিটার ধারণক্ষমতার আন্ডার-সিট বুট, যা আগের ২১ লিটার স্পেসের তুলনায় অনেক বেশি। ফলে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস বহন করা আরও সহজ হবে।পারফরম্যান্সের দিক থেকেও চমক রয়েছে। স্কুটারটিতে থাকছে ৩.১ কিলোওয়াট মোটর, যার সর্বোচ্চ গতি পৌঁছাতে পারে ৬৩ কিমি/ঘণ্টায়। সম্পূর্ণ মেটাল বডি, ড্রাম ব্রেক, এলইডি লাইটিং, কালার এলসিডি ডিসপ্লে—সবই থাকছে স্ট্যান্ডার্ড ফিচারের তালিকায়।
আরও একটি বিশেষ সংযোজন ‘TecPac’ নামক একটি সাবস্ক্রিপশন প্যাকেজ, যার মাধ্যমে পাওয়া যাবে কল ও মিউজিক কন্ট্রোল, হিল-হোল্ড অ্যাসিস্ট, রিভার্স মোড, ও ‘গাইড-মি-হোম’ লাইটের মতো স্মার্ট ফিচার।এই মডেলটি বাজারে পাওয়া যাবে লাল, নীল ও হলুদ এই তিনটি রঙে। ইতিমধ্যেই বুকিং শুরু হয়েছে এবং ২০২৫ সালের জুন মাসের শেষ নাগাদ ডেলিভারি শুরু হতে পারে বলে সংস্থা সূত্রে জানা গিয়েছে।
প্রায়শই জিজ্ঞাস্য প্রশ্ন (FAQs)
১. বাজাজ চেতক ৩০০১-এর দাম কত?
এক্স-শোরুম দাম ৯৯,৯৯০, যা এই সিরিজের মধ্যে সবচেয়ে সাশ্রয়ী।
২. এই স্কুটারের ব্যাটারি কত সময় ধরে চার্জ হয়?
৭৫০ ওয়াটের চার্জার দিয়ে ০–৮০% চার্জ হতে প্রায় ৩ ঘণ্টা ৫০ মিনিট সময় লাগে।
৩. একবার চার্জে কতটা দূরত্ব অতিক্রম করতে পারে স্কুটারটি?
একবার পূর্ণ চার্জে স্কুটারটি প্রায় ১২৭ কিমি চলতে পারে বলে দাবি।
৪. স্কুটারটির বুট স্পেস কতটা?
এই মডেলে ৩৫ লিটার আন্ডার-সিট বুট স্পেস রয়েছে।
৫. কবে থেকে এই স্কুটারের ডেলিভারি শুরু হবে?
২০২৫ সালের জুন মাসের শেষের দিকে ডেলিভারি শুরু হতে পারে।