Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

বাজেটের মধ্যে দুর্দান্ত অফার! ৮০০ কিমি চলবে Bajaj Platina, EMI মাত্র 5000

পেট্রোলের দাম বাড়লেও এবার সাশ্রয়ী রাইডের প্রতিশ্রুতি দিচ্ছে নতুন পরিকল্পনায় Bajaj Platina 100। পূর্ণ ট্যাংক ভরলে একবারে প্রায় ৮০০ কিলোমিটার পথ চলতে সক্ষম এই বাইক। সঙ্গে থাকছে মাত্র ৫ হাজার টাকার EMI স্কিম। ফলে অনেকের কাছেই এটি হতে পারে বাজেট-ফ্রেন্ডলি পছন্দের টু-হুইলার। বাইকপ্রেমীদের জন্য সম্প্রতি ঘোষণা করা হয়েছে একটি আকর্ষণীয় ফিন্যান্স প্ল্যান। এই পরিকল্পনায় খুব কম ডাউন পেমেন্টেই গ্রাহকরা নিজেদের পছন্দের বাইক নিয়ে বাড়ি ফিরতে পারবেন। একইসঙ্গে কোম্পানি দাবি করছে, দীর্ঘ রাস্তায়ও বাইকের ফুয়েল ইফিসিয়েন্সি গ্রাহকদের হতাশ করবে না।

ইঞ্জিন ও পারফরম্যান্স

Platina 100 মডেলে ব্যবহার করা হয়েছে ১০২ সিসি BS6 ইঞ্জিন। এই ইঞ্জিন সর্বোচ্চ ৭.৯ PS শক্তি ও ৮.৩ Nm টর্ক উৎপন্ন করে। দৈনন্দিন যাতায়াতের কথা মাথায় রেখেই বাইকটির ইঞ্জিন ডিজাইন করা হয়েছে, যাতে সহজে মসৃণ পারফরম্যান্স পাওয়া যায়।

ফুয়েল ট্যাংক ও মাইলেজ

১১ লিটারের ফুয়েল ট্যাংকি রয়েছে এই বাইকে। পূর্ণ ট্যাংক ভরলে প্রায় ৮০০ কিমি পর্যন্ত চলতে পারে। ARAI অনুমোদিত মাইলেজ অনুযায়ী প্রতি লিটারে বাইকটি ৭০–৭৫ কিমি পথ চলতে সক্ষম। ফলে দীর্ঘ সফরে বা প্রতিদিনের ব্যবহারে এটি যথেষ্ট সাশ্রয়ী বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ।

নকশা ও নিরাপত্তা

প্রায় ১১৭ কেজি ওজনের এই বাইকে ড্রাম ব্রেক সিস্টেম ব্যবহৃত হয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে অ্যান্টি-স্কিড ব্রেকিং সিস্টেম (CBS/ABS), ফুয়েল গেজ, স্পিডোমিটার এবং গিয়ারএমিটার যুক্ত করা হয়েছে। এছাড়াও রয়েছে LED DRL, যা দিন বা রাত উভয় সময়েই ভিজিবিলিটি বাড়ায়।

EMI প্ল্যান

গ্রাহকদের সুবিধার্থে Bajaj এনেছে সহজ EMI স্কিম। মাত্র ৫ হাজার টাকার ডাউন পেমেন্টে লোন নেওয়া সম্ভব। যদি ৯% সুদে ৩ বছরের জন্য EMI নেওয়া হয়, তবে মাসিক কিস্তি দাঁড়াবে প্রায় ২,৮০০ টাকা। তিন বছরে মোট সুদ বাবদ খরচ হবে আনুমানিক ২২,০০০ টাকা। ফলে একসঙ্গে পুরো দাম না দিয়ে সহজ কিস্তিতেই বাইক কেনা সম্ভব হবে।

FAQ (৫টি প্রশ্ন)

১. Bajaj Platina 100-এর মাইলেজ কত?
এই বাইকের অনুমোদিত মাইলেজ ৭০–৭৫ কিমি/লিটার।

২. পূর্ণ ফুয়েল ট্যাংক ভরলে কত দূরত্ব অতিক্রম করা যায়?
১১ লিটার ট্যাংকি ভরলে এটি প্রায় ৮০০ কিমি পর্যন্ত চলতে পারে।

৩. EMI স্কিমে বাইকটি কিনতে ন্যূনতম ডাউন পেমেন্ট কত?
ডাউন পেমেন্ট হিসেবে মাত্র ৫ হাজার টাকা প্রয়োজন।

৪. EMI প্ল্যানে মাসিক কিস্তি কত হবে?
৯% সুদে ৩ বছরের জন্য EMI নিলে মাসে প্রায় ২,৮০০ টাকা দিতে হবে।

৫. এই বাইকে কী কী অতিরিক্ত সুবিধা রয়েছে?
LED DRL, গিয়ারএমিটার, স্পিডোমিটার, ফুয়েল গেজ এবং অ্যান্টি-স্কিড ব্রেকিং সিস্টেম রয়েছে।