মোট ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখুন মে মাসের ব্যাঙ্ক ছুটির তালিকা
করোনা মহামারির জেরে ফের ভারতের বিভিন্ন জায়গায় লকডাউন হতে চলেছে। এ রাজ্যেও মে মাসের প্রথম থেকেই আংশিক লকডাউনের পথে চলছে। তবে অফিস খোলা থাকছে। সরকার থেকে জানানো হয়েছে, এই মহামারি পরিস্থিতিতে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ করা হচ্ছে সকল নাগরিকদের ৷ কিন্তু ব্যাঙ্কে গুরুত্বপূর্ণ কাজ থাকলে, ব্যাঙ্কে যাওয়ার আগে প্রত্যেক মাসে ব্যাঙ্কের ছুটির লিস্ট অবশ্যই দেখে নেওয়া দরকার৷ মে মাসের শুরু আজ থেকে।
ফের ইদ, অক্ষয় তৃতীয়া ও বু্দ্ধ পূর্ণিমা-সহ একাধিক উৎসব রয়েছে এই মাসে ৷ এই বিশেষ দিনগুলিতে একাধিক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ২০২১-এর জন্য ব্যাঙ্কের ছুটির লিস্ট অফিশিয়াল ওয়েবসাইটে আগে থেকেই আপলোড করে দিয়েছেন৷ সেই লিস্ট অনুযায়ী, চলতি বছরের এই মে মাসে ১২ দিন ব্যাঙ্কের ছুটি থাকবে ৷ এই লিস্টের মধ্যে মে মাসের দ্বিতীয়, চতুর্থ শনিবার ও রবিবার সামিল রয়েছে। কোন কোন দিন ব্যাঙ্ক ছুটি থাকবে একনজরে দেখে কাজ করুন।
১ মে: মহারাষ্ট্র দিবস, মে দিবস।
২মে: রবিবার তাই সব জায়গায় ব্যাঙ্ক বন্ধ।
৭মে: জমুত-উল-বিদ জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ।
৮ মে: দ্বিতীয় শনিবার।
৯ মে: রবীন্দ্র জয়ন্তী এবং রবিবারের সাপ্তাহিক ছুটি।
১৩ মে: ইদ-উল-ফিতার ৷
১৪ মে: ভগবান শ্রী পুরশুরম জয়ন্তী, ইদ-উল-ফিতার, অক্ষয় তৃতীয়া৷
১৬ মে: রবিবার।
২২ মে: চতুর্থ শনিবার
২৩ মে: রবিবার।
২৬ মে: বুদ্ধ পূর্ণিমা ৷
৩০মে : রবিবার।