গ্রাহকদের স্বস্তি দিতে বড় পদক্ষেপ নিয়েছে দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা। ২০২৫ সালের ১ জুলাই থেকে এই ব্যাঙ্কের সাধারণ সেভিংস অ্যাকাউন্টে মাসিক গড় ব্যালেন্স না রাখলেও আর কোনও জরিমানা গুনতে হবে না। অর্থাৎ, ‘মিনিমাম ব্যালেন্স’ বজায় না রাখার দায়ে যে চার্জ কাটা হতো, তা এখন সম্পূর্ণ মওকুফ। এই সিদ্ধান্ত যদিও শুধুমাত্র সাধারণ বা স্ট্যান্ডার্ড সেভিংস অ্যাকাউন্ট-এর ক্ষেত্রে প্রযোজ্য হবে। ব্যাঙ্কের Master Stroke, Platinum কিংবা Special Savings অ্যাকাউন্টের মতো প্রিমিয়াম প্রকল্পের ক্ষেত্রে এই ছাড় কার্যকর হবে না।
এর আগেই ভারতের একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক — যেমন SBI, ক্যানারা ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অফ ইন্ডিয়া — একই রকমভাবে তাদের গ্রাহকদের মিনিমাম ব্যালেন্স সংক্রান্ত ফি থেকে ছাড় দিয়েছে। ব্যাঙ্কিং বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ শুধু জনস্বার্থে নয়, বরং ব্যাঙ্কগুলোর CASA (Current Account এবং Savings Account) জমার হারে যে পতন ঘটছে, তা ঠেকাতেই এমন ঘোষণা। ২০২৫ সালের মার্চে CASA জমার হার কমে এসে দাঁড়িয়েছে ৩৬.৮%, যা আগের বছরের তুলনায় প্রায় ২.৪% কম। অন্যদিকে, তুলনায় বেশি সুদ পাওয়া যায় বলে গ্রাহকরা এখন Term Deposit-এর দিকেই বেশি ঝুঁকছেন। ফলে গ্রাহকদের ধরে রাখতে এবং নতুন গ্রাহক আকর্ষণ করতে অনেক ব্যাঙ্কই এখন তাদের চার্জের কাঠামো ঢেলে সাজাচ্ছে। ডিজিটাল ব্যাঙ্কিং ও প্রতিযোগিতার যুগে দাঁড়িয়ে, বিনামূল্যে অ্যাকাউন্ট পরিষেবা এক বড় ‘পুল ফ্যাক্টর’ হয়ে উঠছে।
কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
১. কবে থেকে এই নিয়ম কার্যকর হয়েছে?
→ ১ জুলাই, ২০২৫ থেকে এই ছাড় কার্যকর হয়েছে।
২. কোন অ্যাকাউন্টে এই ছাড় মিলবে?
→ শুধুমাত্র স্ট্যান্ডার্ড সেভিংস অ্যাকাউন্টে এই চার্জ মওকুফ হয়েছে।
৩. প্রিমিয়াম অ্যাকাউন্টের ক্ষেত্রে কি ছাড় নেই?
→ না, Master Stroke, Platinum ও Special Savings অ্যাকাউন্টের জন্য এই ছাড় কার্যকর নয়।
৪. এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য কী?
→ CASA জমার হার কমে যাওয়ায় গ্রাহকদের ধরে রাখতেই এই পদক্ষেপ।
৫. অন্য কোন ব্যাঙ্ক আগেই এই ছাড় দিয়েছে?
→ SBI, ক্যানারা ব্যাঙ্ক, PNB, ইন্ডিয়ান ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইতিমধ্যেই একই ঘোষণা করেছে।