whatsapp channel

Lifestyle: দাম্পত্য জীবনে হবে না সুখের অভাব, শীতের দিনে বাড়িতে এনে রাখুন এই ফুলের গাছ

ভারত হল সনাতনী সংস্কৃতির দেশ। সেই কারণেই প্রাচীনতম শাস্ত্রগুলির মধ্যে অন্যতম হল বাস্তুশাস্ত্র। বহু শতাব্দী ধরে এই শাস্ত্র আমাদের ভাগ্য ও ভবিষ্যৎ বিষয়ে আভাষ দেওয়ার পাশাপাশি বসতবাড়ি সাজানো গোছানোর বিষয়ে…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

ভারত হল সনাতনী সংস্কৃতির দেশ। সেই কারণেই প্রাচীনতম শাস্ত্রগুলির মধ্যে অন্যতম হল বাস্তুশাস্ত্র। বহু শতাব্দী ধরে এই শাস্ত্র আমাদের ভাগ্য ও ভবিষ্যৎ বিষয়ে আভাষ দেওয়ার পাশাপাশি বসতবাড়ি সাজানো গোছানোর বিষয়ে নানা তথ্য দিয়ে আসছে। বাড়ির কোথায় কোন জিনিস রাখলে, বাড়িতে লক্ষ্মীর বসবাস হয়, সেই বিষয়েও নানা মত দিয়ে থাকেন বাস্তুবিদরা। এই বিষয়ে বাস্তশাস্ত্রে বিস্তর বিধান দেওয়া রয়েছে।

তেমনই বাড়িতে কোন গাছ লাগলে, সেই বাড়িতে সমৃদ্ধির দেবীর কৃপা বর্ষণ হয়, সেই বিষয়েও উল্লেখ রয়েছে বাস্তুশাস্ত্রে। তেমনই কিছু গাছ হল মানিপ্ল্যান্ট, জেড প্ল্যান্ট, লাকি প্ল্যান্ট, ফ্রেন্ডশিপ প্ল্যান্ট, তুলসী গাছ ইত্যাদি। তবে এসব গাছের পাশাপাশি, বেশ কিছু ফুলের গাছ বাড়িতে থাকলে তা থেকেও ভাগ্য বদলের সম্ভাবনা বেড়ে যায়। এখন চলছে শীতকাল। শীতকালে নানা ফুল ফোটে বাগানে। অনেকের ক্ষেত্রে বাগান করার জায়গা না থাকলেও বাড়ির ব্যালকনি বা ছাদে বাহারি ফুলের গাছ লাগিয়ে থাকেন।

শীতে যেমন ফোটে গাঁদা, তেমনই ক্যালেন্ডুলা, ডালিয়া ফুল। একইসঙ্গে এই শীতে ফোটে বাহারি চন্দ্রমল্লিকা ফুলও। কমবেশি সকলের বাড়িতেই এই ফুলের গাছ লাগানো হয়। মূলত ভগবানের পুজোর জন্যই অনেকে এই গাছ লাগিয়ে থাকেন বাড়িতে। আবার কেউ কেউ শুধুমাত্র দৃষ্টিনন্দনের জন্য চন্দ্রমল্লিকার গাছ লাগান বাড়িতে। তবে বাস্তুশাস্ত্র মতে, এই ফুলের গাছ বাড়িতে থাকলে, তা বাড়ির মধ্যে থাকা নেতিবাচক শক্তিকে দূর করে। একইসঙ্গে এই ফুলের ঘ্রাণ বাড়ির মধ্যে ইতিবাচকতা বৃদ্ধি করে।

Lifestyle: দাম্পত্য জীবনে হবে না সুখের অভাব, শীতের দিনে বাড়িতে এনে রাখুন এই ফুলের গাছ

বাস্তু বিশেষজ্ঞদের মতে, বাড়িতে চন্দ্রমল্লিকা ফুলের গাছ থাকলে, আর সেই গাছে ফাক ফুটে থাকলে সেই ফুলের গন্ধ শুঁকে কোনো কাজে বাইরে বেরোলে, সেই কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অনেকাংশে। একইসঙ্গে সাদা চন্দ্রমল্লিকা হল শুদ্ধতার প্রতীক। এই ফুলটি দেবী লক্ষ্মীর ভীষণ প্রিয় একটি ফুল। তাই বাড়িতে এই গাছ থাকলে সেই বাড়িতে দেবী লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়। একইভাবে এই ফুলের প্রভাবে দাম্পত্য জীবনে নেমে আসে সুখের জোয়ার। তাই এই শীতের দিনে বাড়িতে চন্দ্রমল্লিকার গাছ এনে রাখলে, তা ভালো ফল পাবেন নিশ্চিতভাবে।

Disclaimer: প্রতিবেদনটি তথ্যের ভিত্তিতে লেখা হয়েছে। কোনরূপ অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দেওয়া আমাদের উদ্দেশ্য নয়।

whatsapp logo
Debaprasad Mukherjee
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা