Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

আজ সর্বভারতীয় বনধ! স্কুল থেকে ব্যাঙ্ক-কী কী বন্ধ থাকবে, জেনে নিন একনজরে

একদিনের জন্য থমকে যেতে পারে গোটা দেশের চাকা। আজ, ৯ জুলাই, ২৫ কোটি শ্রমিক অংশ নিচ্ছেন ভারতব্যাপী “ভারত বন্ধ”-এ, যার আহ্বান জানানো হয়েছে ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে। নানাবিধ সরকারি নীতির প্রতিবাদে শ্রমিক সংগঠনগুলি একত্রিত হয়ে এই ধর্মঘটের ডাক দিয়েছে। এতে সমর্থন জানিয়েছে একাধিক কৃষক ও গ্রামীণ শ্রমিক সংগঠনও। মূলত শ্রম সংস্কার, বেসরকারিকরণ, এবং ন্যূনতম মজুরির দাবিতেই আন্দোলনে শামিল হয়েছে শ্রমিকেরা।

প্রভাব পড়তে পারে যেসব ক্ষেত্রে:

এই বন্ধের জেরে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ব্যাংকিং পরিষেবা, ডাকঘর, কয়লা খনি, রাষ্ট্রীয় পরিবহন ব্যবস্থা ও সরকারি কার্যালয়গুলিতে। ব্যাংকগুলিতে চেক ক্লিয়ারিং, গ্রাহক পরিষেবা ও অফিস খোলার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। কিছু কিছু এলাকায় শাখা বন্ধ থাকার খবরও মিলেছে। যদিও রেল বিভাগ সরাসরি এই ধর্মঘটে অংশ নেয়নি, তবুও দেশের বিভিন্ন স্টেশনে বিক্ষোভ ও পিকেটিংয়ের জেরে দেরি বা অস্থায়ী বিঘ্ন ঘটতে পারে। রেলওয়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।

এদিকে, বাস, ট্যাক্সি ও অ্যাপ-ক্যাব পরিষেবা আংশিকভাবে প্রভাবিত হয়েছে। অনেক জায়গায় রাস্তা অবরোধ ও মিছিলের কারণে যানজটে পড়ছেন সাধারণ মানুষ। স্কুল, কলেজ ও বেসরকারি অফিসগুলো বেশিরভাগ জায়গায় খোলা রয়েছে। তবে কোথাও কোথাও স্থানীয় সিদ্ধান্ত অনুযায়ী ছুটি ঘোষণা করা হয়েছে। সবচেয়ে চিন্তার বিষয়, বিদ্যুৎ পরিষেবা। প্রায় ২.৭ লাখ বিদ্যুৎ কর্মী এই ধর্মঘটে যোগ দিতে পারেন বলে অনুমান করা হচ্ছে। এর ফলে সাময়িক বিদ্যুৎ বিপর্যয় বা রক্ষণাবেক্ষণে বিলম্ব হতে পারে বলে সতর্ক করেছে সংশ্লিষ্ট দফতর।

প্রশ্নোত্তরে ধর্মঘট সংক্রান্ত তথ্য:

১. কি কারণে আজ Bharat Bandh চলছে?
→ শ্রমিক ও কৃষক সংগঠনগুলি সরকারের শ্রমনীতি ও কৃষিনীতির প্রতিবাদে এই দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে।

২. কোন কোন সেবা বন্ধ অথবা বিঘ্নিত হতে পারে?
→ ব্যাংক, ডাকঘর, কয়লা খনি, সরকারি পরিবহন ও দপ্তরগুলিতে পরিষেবা বিঘ্ন ঘটছে।

৩. স্কুল ও কলেজ বন্ধ হবে?
→ বেশিরভাগ জায়গায় স্কুল-কলেজ খোলা থাকলেও, কিছু এলাকায় স্থানীয় প্রশাসনের নির্দেশে বন্ধ রাখা হয়েছে।

৪. ট্রেনে যাতায়াতে কি সমস্যা হবে?
→ ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও স্টেশন এলাকায় বিক্ষোভের কারণে কিছু ট্রেনে দেরি বা সমস্যা হতে পারে।

৫. বিদ্যুৎ ও টেলিকম সেবা কি প্রভাবিত হবে?
→ বিদ্যুৎ খাতের বিপুল কর্মী এই ধর্মঘটে অংশ নেওয়ায় সাময়িক সমস্যা বা দেরি হতে পারে পরিষেবায়।