Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

DA Hike: কর্মীদের জন্য খুশির খবর! জুলাইয়ে বেতনে যুক্ত হবে অতিরিক্ত টাকা, জানুন বিস্তারিত

কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য জুলাই মাসে বড় আপডেট আসতে চলেছে। সরকারি স্তরে স্থির হয়েছে, চলতি বছরের জুলাই থেকেই মহার্ঘ ভাতা (Dearness Allowance – DA) আরও ৩ থেকে ৪ শতাংশ বাড়তে পারে। এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রায় ১ কোটিরও বেশি কর্মচারী ও অবসরপ্রাপ্ত ব্যক্তিরা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। বর্তমানে কেন্দ্রীয় কর্মীদের বেতনের সঙ্গে ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা প্রদান করা হয়। ৩ শতাংশ বৃদ্ধির ফলে এটি দাঁড়াবে ৫৬ শতাংশে, আর যদি ৪ শতাংশ বৃদ্ধি হয়, তাহলে পৌঁছবে ৫৭ শতাংশে। এই বৃদ্ধি কার্যকর ধরা হবে ১ জুলাই ২০২৫ থেকে। তবে সরকারিভাবে অনুমোদনের পরেই জুলাইয়ের থেকে হিসাব করে অ্যারিয়ার দেওয়া হবে।

সাধারণত বছরে দু’বার মহার্ঘ ভাতা সংশোধন করা হয়—একবার জানুয়ারি এবং আবার জুলাই মাসে। উৎসবের মরসুম শুরুর আগে অর্থাৎ সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বিষয়ে অনুমোদন দেয়। জুলাই মাসের বৃদ্ধি মূলত নির্ভর করে জুন মাস পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারদের কনজিউমার প্রাইস ইনডেক্স (CPI-IW) এর গড় হারে। ধরা যাক, কারও মূল বেতন ১৮,০০০ হলে, বর্তমানে তাঁর DA হিসাবে ৯,৯৯০ পাওয়া যায়। ৩ শতাংশ বৃদ্ধি পেলে সেটি বাড়বে ৫৪০, অর্থাৎ নতুন করে DA দাঁড়াবে ১০,৪৪০। ঠিক একই অনুপাতে পেনশনভোগীরাও ডিএ-র পরিবর্তে ডিআর (Dearness Relief) পাবেন। তবে সবটাই নির্ভর করছে আগামি কয়েক মাসে মূল্যবৃদ্ধির ওপর। যদি CPI-IW অনুসারে উচ্চহার বজায় থাকে, তাহলে ৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধিও সম্ভব।

প্রশ্নোত্তর (FAQ)

১. কবে থেকে মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হবে?
→ জুলাই ২০২৫ থেকে নতুন হারে মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে।

২. বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীদের DA কত শতাংশ?
→ বর্তমানে DA রয়েছে ৫৩ শতাংশে।

৩. DA কত শতাংশ বাড়ানো হতে পারে?
→ সম্ভাব্য বৃদ্ধি ৩ থেকে ৪ শতাংশের মধ্যে।

৪. এই বৃদ্ধির ফলে একজন কর্মীর কত বাড়তি DA পাওয়া সম্ভব?
→ যদি কারও মূল বেতন ১৮,০০০ হয়, তবে ৩% বৃদ্ধিতে ৫৪০ অতিরিক্ত DA মিলবে।

৫. পেনশনভোগীরা কি একই হারে বাড়তি টাকা পাবেন?
→ হ্যাঁ, তাঁদের ক্ষেত্রে এটিকে ডিয়ারনেস রিলিফ (DR) বলা হয় এবং হার একটিই থাকে।