Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

7th Pay Commission DA Hike: বেতন বাড়বে জুলাই থেকেই, DA নিয়ে কেন্দ্রীয় কর্মীদের জন্য বড় আপডেট

চাকরিজীবী মহলে খুশির হাওয়া। ফের একবার বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance)। ২০২৫ সালের জুলাই থেকে মহার্ঘ ভাতায় ৩ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যা কর্মচারীদের পকেটে কিছুটা স্বস্তি নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। এই বৃদ্ধি ৭ম পে কমিশনের অধীনেই শেষ সংশোধন হিসেবেই ধরা হচ্ছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত AICPI-IW (All India Consumer Price Index for Industrial Workers)-এর পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে, মূল্যসূচক ধাপে ধাপে বেড়েছে ১৪৩.২ থেকে ১৪৪.০-এ। এই তথ্য থেকেই বিশেষজ্ঞরা অনুমান করছেন, জুলাই ২০২৫-এ মহার্ঘ ভাতা বর্তমান ৫৫ শতাংশ থেকে বেড়ে ৫৮ শতাংশে পৌঁছাতে পারে। যদি জুন মাসের সূচক আরও ০.৫ পয়েন্ট বাড়ে, তবে সূচকের বার্ষিক গড় দাঁড়াবে ১৪৪.১৭, যার ফলে ভাতা ৪ শতাংশ পর্যন্ত বেড়ে ৫৯ শতাংশে উঠতে পারে।

মহার্ঘ ভাতা নির্ধারণের হিসেবটিও বিশেষ গুরুত্বপূর্ণ। ৭ম পে কমিশনের আওতায় AICPI-IW সূচকের ১২ মাসের গড় থেকে ভিত্তি সূচক ২৬১.৪২ বাদ দিয়ে যে শতাংশ পাওয়া যায়, সেটিই DA হিসেবে নির্ধারিত হয়। অর্থাৎ, এই পরিসংখ্যান শুধু এখনকার পরিস্থিতিই নয়, ভবিষ্যতের বেতন কাঠামোও নির্ধারণ করতে পারে। এবারের মহার্ঘ ভাতা বৃদ্ধি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে সেপ্টেম্বর-অক্টোবর মাসে, দীপাবলির সময়। তবে নতুন হার কার্যকর হবে জুলাই ১, ২০২৫ থেকে এবং সেই অনুসারে বকেয়া ভাতা প্রদান করা হবে। এটি হবে ৭ম পে কমিশনের অধীনে শেষ বার ভাতা সংশোধনের ঘোষণা। কারণ, কমিশনের মেয়াদ শেষ হচ্ছে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর। এদিকে ৮ম পে কমিশনের ঘোষণাও ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তবে এখনও তা গঠন হয়নি। অনুমান করা হচ্ছে, নতুন কমিশনের সুপারিশ কার্যকর হতে পারে ২০২৭ সাল নাগাদ।

পাঠকদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর:

১. কবে থেকে এই ভাতা বৃদ্ধি কার্যকর হবে?
→ জুলাই ১, ২০২৫ থেকে এটি কার্যকর হবে এবং বকেয়া হিসেবেও দেওয়া হবে।

২. কত শতাংশ মহার্ঘ ভাতা বাড়তে পারে?
→ সম্ভাব্য বৃদ্ধি ৩ থেকে ৪ শতাংশ, যা DA ৫৫% থেকে ৫৮%-৫৯% করতে পারে।

৩. এই ভাতা কাদের জন্য প্রযোজ্য হবে?
→ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য।

৪. এটি কি ৭ম পে কমিশনের শেষ সংশোধন?
→ হ্যাঁ, ডিসেম্বর ২০২৫-এ কমিশনের মেয়াদ শেষ হচ্ছে।

৫. নতুন পে কমিশনের আপডেট কী?
→ ৮ম পে কমিশনের ঘোষণা হয়েছে, তবে গঠন এখনো হয়নি। কার্যকর হতে পারে ২০২৭ সাল নাগাদ।