Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

Voter Card বানাতে লাগবে না Aadhaar-Pan, এবার সহজ হবে আবেদন প্রক্রিয়া

বিদেশি নাগরিকদের সনাক্ত করতে এবার কঠোর পথে হাঁটছে দিল্লি পুলিশ। নাগরিকত্ব যাচাইয়ে এখন আর আধার, প্যান বা রেশন কার্ডকে বৈধ প্রমাণপত্র হিসেবে গ্রহণ করা হবে না। এই সিদ্ধান্তের জেরে বিদেশি নাগরিক চিহ্নিতকরণে প্রশাসনিক স্তরে এক নতুন নজির তৈরি হয়েছে। সম্প্রতি দিল্লি পুলিশ জানিয়েছে, ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য শুধুমাত্র ভোটার আইডি কার্ড বা বৈধ পাসপোর্টই গ্রহণযোগ্য। আধার কার্ড, প্যান কার্ড কিংবা রেশন কার্ড—এইসব পরিচয়পত্র ভবিষ্যতে আর নাগরিকত্ব যাচাইয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

কেন এই পরিবর্তন?

এই নীতিগত পরিবর্তনের মূল কারণ হল, বেশ কিছু অবৈধ অভিবাসী নাগরিকতার প্রমাণ হিসেবে আধার বা রেশন কার্ড পেশ করে প্রশাসনের চোখে ধুলো দিয়েছে। বেশ কয়েকটি মামলায় দেখা গিয়েছে, এই কার্ডগুলি থাকলেও প্রকৃতপক্ষে সংশ্লিষ্ট ব্যক্তি ভারতের নাগরিক নন। ফলে আইনি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি হচ্ছিল। এই পরিস্থিতি এড়াতেই দিল্লি পুলিশ বুদ্ধিমান তদন্ত সংস্থাগুলির সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছে, এবং এখন থেকে শুধু ভোটার কার্ড ও পাসপোর্টকেই আইনি প্রমাণ হিসেবে মান্যতা দেওয়া হচ্ছে।

কঠোর পদক্ষেপ: ইতিমধ্যেই ৪০০-র বেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে

এই নতুন কড়াকড়ির প্রেক্ষিতে দিল্লি পুলিশ প্রায় ৪০০ জনেরও বেশি পাকিস্তানি নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, যাঁদের কাছে বৈধ ভিসা বা পাসপোর্ট নেই, তাঁদের চিহ্নিত করে ডিপোর্টেশন প্রক্রিয়া শুরু হয়েছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল দেশের নিরাপত্তা বজায় রাখা এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে আনা।

কী কী প্রশ্ন উঠছে এই সিদ্ধান্তকে ঘিরে?

১. এখন থেকে নাগরিকত্ব প্রমাণে কোন কোন নথি গ্রহণযোগ্য?
→ শুধুমাত্র ভোটার কার্ড ও বৈধ পাসপোর্ট।

২. আধার বা প্যান কার্ড থাকলেও কি নাগরিকত্ব প্রমাণ করা যাবে না?
→ না, এগুলি আর নাগরিকত্বের বৈধ প্রমাণ হিসেবে ধরা হবে না।

৩. এই নীতি সারা দেশে প্রযোজ্য কিনা?
→ আপাতত দিল্লি পুলিশ এই নিয়ম চালু করেছে, তবে অন্য রাজ্যেও এই নিয়ম অনুসরণ হতে পারে।

৪. ইতিমধ্যে যাঁরা আধার বা রেশন কার্ড দেখিয়ে নাগরিকত্ব দাবি করেছেন, তাঁদের কী হবে?
→ তদন্তে ভুল প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

৫. এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের কী কোনও অসুবিধা হবে?
→ ভারতীয় নাগরিকদের জন্য ভোটার কার্ড বা পাসপোর্ট থাকলে সমস্যা হবে না, তবে অবৈধভাবে থাকা ব্যক্তিরা চিহ্নিত হবেন সহজেই।