কোভিডের ধাক্কায় স্থগিত হওয়া কেন্দ্রীয় কর্মীদের ১৮ মাসের ডিএ-র (Dearness Allowance) বকেয়া এখনও ফেরত দেওয়া হয়নি। সাম্প্রতিক এক গুরুত্বপূর্ণ বৈঠকে ফের আলোচনায় এসেছে এই দাবি, যদিও কেন্দ্র তার অবস্থান বদলায়নি। বেতনভোগীদের মধ্যে ফের একবার হতাশার সুর।২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন পর্যন্ত সময়কালে, করোনার প্রভাবে কেন্দ্র সরকার সমস্ত কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ ও ডিআরের অর্থ জমা বন্ধ রাখে। এই সিদ্ধান্তের পেছনে যুক্তি ছিল—অর্থনৈতিক সংকটে থাকা রাষ্ট্রীয় অর্থভান্ডারকে সামাল দেওয়া।
সম্প্রতি ৬৩তম জয়েন্ট কনসালটেটিভ মেকানিজম (JCM) বৈঠকে স্টাফ সাইড প্রতিনিধিরা সরকারের কাছে এই বন্ধ থাকা টাকার দাবিতে সরব হন। তাঁদের যুক্তি, যেহেতু এ সময় কর্মচারীরা নিয়মিত কাজ করেছেন, তাই তাঁদের সেই সময়ের ডিএ পাওনা।অন্যদিকে, অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ওই সময়ে দেশজুড়ে চরম অর্থনৈতিক চাপে সরকারের কাছে বিকল্প ছিল না। তাই প্রায় ₹৩৪,৪০২.৩২ কোটি রুপি ডিএ ও ডিআর বন্ধ রেখে তা কোভিড পরিস্থিতি সামাল দেওয়ার কাজে ব্যবহৃত হয়েছিল।
এই একই বৈঠকে আরও একটি বড় খবর উঠে আসে—৮ম বেতন কমিশন গঠনের বিষয়ে। জানা গিয়েছে, কমিশনের কয়েকজন সদস্যের নাম ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, বাকি সদস্যদের নিয়োগ প্রক্রিয়া চলছে। পাশাপাশি, কর্মচারীদের জন্য CGEGIS (Central Government Employees Group Insurance Scheme)-এর পরিবর্তে এক নতুন বীমা প্রকল্প আনার প্রস্তুতি চলছে।এই পরিস্থিতিতে কেন্দ্রীয় কর্মচারীদের মধ্যে একদিকে যেমন বকেয়া টাকার প্রত্যাশা রয়েছে, তেমনই ৮ম বেতন কমিশনের দিকেও নজর রয়েছে সবার।
প্রশ্নোত্তর (FAQ)
১. ১৮ মাসের যে ডিএ বন্ধ ছিল, সেটি কোন সময়কালের জন্য?
→ জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২১ পর্যন্ত মোট ১৮ মাসের জন্য ডিএ ও ডিআর স্থগিত রাখা হয়েছিল।
২. কেন্দ্র এই অর্থ কেন ফেরত দিচ্ছে না?
→ সরকারের মতে, কোভিডের কারণে আর্থিক চাপ এতটাই ছিল যে সঞ্চিত অর্থ প্রয়োগ করা হয় জরুরি ব্যবস্থাপনায়।
৩. কত টাকা সঞ্চয় হয়েছিল এই সিদ্ধান্তে?
→ সরকার প্রায় ₹৩৪,৪০২.৩২ কোটি রুপি সঞ্চয় করেছিল ডিএ বন্ধ রাখার মাধ্যমে।
৪. ৮ম বেতন কমিশনের কী অগ্রগতি হয়েছে?
→ কয়েকজন সদস্যের নাম ঘোষণা হয়েছে, বাকি সদস্যদের জন্য নিয়োগ চলছে। Terms of Reference নিয়েও আলোচনা হয়েছে।
৫. CGEGIS-এর পরিবর্তে নতুন বীমা প্রকল্প কবে চালু হবে?
→ সরকার নতুন বীমা প্রকল্পের খসড়া প্রস্তুত করছে, শীঘ্রই বিস্তারিত তথ্য প্রকাশ পাবে।