কম ব্যালান্স রেখে আর চলবে না! জুন মাস থেকে শুরু হয়েছে ব্যাঙ্ক গ্রাহকদের জন্য কড়া নিয়ম। ডিবিএস ব্যাঙ্ক ইন্ডিয়া নতুনভাবে তাদের Minimum Average Monthly Balance (MAB) নীতি জারি করেছে। এর ফলে গ্রাহকদের অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা রাখতে না পারলে গুনতে হবে বাড়তি জরিমানা। এতদিন পর্যন্ত কম ব্যালান্স রাখলে সর্বাধিক ৪ শতাংশ হারে জরিমানা ধার্য হত। কিন্তু ১ জুন ২০২৫ থেকে তা বেড়ে হয়েছে ৬ শতাংশ। অর্থাৎ, যাঁদের অ্যাকাউন্টে ন্যূনতম গড় ব্যালান্স কম থাকবে, তাঁদের এই নতুন হারে জরিমানা দিতে হবে।
কোন অ্যাকাউন্টে কত টাকা রাখতে হবে?
ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন অ্যাকাউন্ট টাইপ অনুযায়ী ন্যূনতম গড় ব্যালান্সের সীমা আলাদা হয়েছে। যেমন—
-
স্ট্যান্ডার্ড সেভিংস ও ‘Growth One’ অ্যাকাউন্টে ১০,০০০ রাখতে হবে।
-
‘Growth One’ অ্যাকাউন্টে সর্বোচ্চ জরিমানা হবে ২৫০, অন্যদিকে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে জরিমানার ঊর্ধ্বসীমা ৫০০।
-
-
‘SB Others’ অ্যাকাউন্টে ১,০০০ রাখতে হবে, জরিমানার সর্বোচ্চ সীমা ৫০।
-
যুব-কেন্দ্রিক (Youth) অ্যাকাউন্টের জন্য ১০০, এবং জরিমানা সর্বোচ্চ ৫।
ATM চার্জেও পরিবর্তন
১ মে ২০২৫ থেকে ডিবিএস ব্যাঙ্ক তাদের ATM পরিষেবায় নতুন ফি চালু করেছে। এখন মেট্রো শহরে প্রতি মাসে ৩টি পর্যন্ত নন-ডিবিএস ATM থেকে টাকা তোলা যাবে বিনামূল্যে। মেট্রো এলাকার বাইরে এই সীমা ৫টি। অতিরিক্ত প্রতিটি ট্রান্সাকশনে ২৩ দিতে হবে।
১ আগস্ট থেকে মাসভিত্তিক জরিমানা হিসাব
আগামী ১ আগস্ট থেকে, জরিমানা মাসিকভাবে গণনা করা হবে, অ্যাকাউন্টে যত টাকার ঘাটতি থাকবে, তার উপর ভিত্তি করেই কাটা হবে চার্জ। এই পদক্ষেপের উদ্দেশ্য, গ্রাহকদের ব্যালান্স বজায় রাখতে উৎসাহিত করা এবং ব্যাঙ্কের পরিষেবা ব্যবস্থার আরও উন্নয়ন।
প্রশ্নোত্তর (FAQ):
১. ন্যূনতম গড় ব্যালান্স বলতে কী বোঝায়?
গোটা মাসে অ্যাকাউন্টে প্রতিদিনের ব্যালান্সের গড় হিসাব করেই নির্ধারণ করা হয় MAB।
২. যদি নির্ধারিত ব্যালান্স রাখা না যায়, কত টাকা জরিমানা দিতে হবে?
জরিমানা হবে ঘাটতির ৬ শতাংশ হারে, তবে সেটি নির্ভর করবে অ্যাকাউন্টের ধরন ও সর্বোচ্চ সীমার ওপর।
৩. কোন অ্যাকাউন্টে সবচেয়ে বেশি ব্যালান্স রাখতে হয়?
স্ট্যান্ডার্ড ও Growth One অ্যাকাউন্টে ১০,০০০ রাখতে হয়।
৪. ATM থেকে টাকা তোলার নতুন নিয়ম কী?
মেট্রো শহরে প্রতি মাসে ৩ বার, মেট্রোর বাইরে ৫ বার পর্যন্ত নন-ডিবিএস ATM থেকে টাকা তোলা যাবে বিনামূল্যে। এরপর প্রতি ট্রান্সাকশনে ₹২৩ চার্জ।
৫. এই নিয়ম কবে থেকে কার্যকর হয়েছে?
১ জুন ২০২৫ থেকে নতুন জরিমানার হার কার্যকর হয়েছে এবং ১ আগস্ট ২০২৫ থেকে মাসভিত্তিক গণনা শুরু হবে।