Sainbaba: সাঁইবাবার এই ৫ উপদেশ বদলে দেবে আপনার জীবন, কমবে মানসিক চাপ
ভারতের আধ্যাত্মিক জগতের উজ্জ্বল নক্ষত্রদের মধ্যে একজন সাঁই বাবা। কেউ তাকে ভগবান রূপে পূজা করেন, কেউ আবার জীবনের গুরু হিসেবে মেনে চলেন এই অবতারকে। নিঃসন্দেহে ভারতের সবচেয়ে পূজিত সন্তদের একজন মহারাষ্ট্রের শিরডির সাঁইবাবা। গোটা দেশ জুড়ে তাঁর ভক্তের সংখ্যা কোটি কোটি, তাতে নানা ধর্মের মানুষই আছেন। আর ভারত জুড়ে আছে অজস্র সাঁইবাবার মন্দির। কথিত আছে অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন এই সাঁইবাবা। অনেকেই তার উপদেশকে গুরুমন্ত্র হিসেবে মেনে চলেন। সাঁইবাবার এমন কিছু উপদেশ রয়েছে, যেগুলি মেনে চললে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে নিঃসন্দেহে। রইল আপনার জন্য সাঁইবাবার এমনই ৫ উপদেশ।
(১) পৃথিবীতে যখন এত বর্ণবিদ্বেষ, ধর্মে ধর্মে হানাহানি, সেই জায়গায় দাঁড়িয়ে সাঁইবাবার এই উপদেশ শান্তি ফিরিয়ে আনতে পারে গোটা বিশ্বে। সাঁইবাবা বলে গেছেন, ‘পৃথিবীতে কেবল একটিই জাতি আছে, তা হল মনুষত্ব। একটিই ধর্ম আছে, তা হল ভালোবাসা এবং একটিই ভাষা আছে, তা হল হৃদয়ের ভাষা।’
(২) গোটা পৃথিবীতে এখন ঘরোয়া সমস্যা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে মানুষের মনে ‘ডিপ্রেশন’ও।কিন্তু এই ‘ডিপ্রেশন’-এর সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে সাঁইবাবার এই উক্তি। তিনি বলেছেন’ ‘কোনও কথা বলার আগে নিজেকে জিজ্ঞেস করে নিন, যে এই বাক্যে কেউ আঘাত পাবে না তো? এটা সত্যি কথা তো? এই কথাটা বলার আদৌ কি কোনও প্রয়োজন আছে?’
(৩) হিংসা, বিদ্বেষ, হানাহানি- এসবের মাঝেই সমাজে হারিয়ে যাচ্ছে ভালোবাসা। তবে এই ভালোবাসাকে বাঁচিয়ে রাখতেই সাঁইবাবা বলে গেছেন, ‘একে অন্যকে ভালোবাসো ও একে অন্যকে সাহায্য করো। এভাবে ভালোবাসা ছড়িয়ে দাও সর্বত্র। সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেওয়ার ক্ষমতা আছে ভালোবাসার মধ্যে।’
(৪) জীবনে সুখ, শান্তি ও ভালো থাকার একটাই সূত্র: আত্মবিশ্লেষণ। আর এই প্রসঙ্গে সাঁইবাবা বলে গেছেন, ‘তুমি আসলে কোনও একজন মানুষ নও, তুমি তিনটি মানুষের সমাহার। প্রথম – তুমি নিজেকে যা মনে করো, দ্বিতীয় – অন্যে তোমাকে যা মনে করে এবং তৃতীয় – তুমি সত্যি সত্যিই আসলে যা।’
(৫) ঈশ্বরের উপর বিশ্বাস অবিশ্বাস নিয়েও সাঁইবাবা একটি দারুন উপদেশ দিয়ে গেছেন। সাঁইবাবা বলে গেছেন, ‘ঈশ্বরে বিশ্বাস হল ইনসিওরেন্সের মতো। ঈশ্বরের প্রতি নিজের আস্থা বজায় রাখো, প্রয়োজনের সময় ঈশ্বর ঠিক আপনার পাশে থাকবেন।’