Gold Price Today: শুক্রবারের বাজারে ব্যাপক পরিবর্তন সোনা-রুপোর দামে!
বর্তমান সময়ে বিনোয়েগের অন্যতম উপাদান হল সোনা। বিগত কয়েকবছরে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে হলুদ ধাতুর দাম। তাই এই ধাতুতে বিনিয়োগ করতে আগ্রহী অনেকেই। এছাড়াও এটিকে সবথেকে নিরাপদ বিনিয়োগ বলেও মনে করেন অনেকেই। বিনোয়েগের কথা ছাড়াও বিয়ের মরশুমে সোনার চাহিদা থাকে তুঙ্গে। বর্তমান সময়েও তার অন্যথা হচ্ছে না।
এদিকে নতুন বকচরের থেকেই ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছিল সোনা ও রূপার দাম। জানুয়ারির শুরুতেই রেকর্ড বৃদ্ধি পেয়েছিল হলুদ ধাতুর দাম। আর দ্বিতীয় সপ্তাহের শেষের দিকেও সেই মূল্যবৃদ্ধি জারি থাকল কলকাতার বাজারে। এখন এখন দেখে নিন, এই সময়টি সোনার গয়না বা রূপা কেনার জন্য সুসময় কিনা। একনজরে চোখ বুলিয়ে নিন কলকাতায় আজকের সোনার দরদামে।
আজ কলকাতায় সোনার দাম (১৩.০১.২০২৩-শুক্রবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৬,২৯০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫১,৬০০ টাকা।
গতকাল কলকাতায় সোনার দাম (১২.০১.২০২৩-বৃহস্পতিবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৬,০৭০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫১,৪০০ টাকা।
আজকের মূল্যবৃদ্ধি
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ২২০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ২০০ টাকা।
আজ কলকাতায় রূপার দাম (১৩.০১.২০২৩-শুক্রবার)
৭১,৯০০ টাকা প্রতি কেজি।
গতকাল কলকাতায় রূপোর দাম (১২.০১.২০২৩-বৃহস্পতিবার)
৭১,৫০০ টাকা প্রতি কেজি
আজকের মূল্যবৃদ্ধি
৪০০ টাকা প্ৰতি কেজি
এদিকে দিনের পর দিন বিশ্ব বাজারেও উর্ধমুখী সোনার দাম। সেই প্রভাব কিছুটা হলেও দেশীয় বাজারে পড়ছে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। বৃহস্পতিবার বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৮৮৩.৭৭ মার্কিন ডলার।