Gold Price Today: ষষ্ঠীর দিনে স্বস্তি ফেরালো সোনার দাম, ক্রেতাদের জন্য দুর্দান্ত খবর
আজ ষষ্ঠী। আজ থেকেই নিয়মমাফিক দুর্গাপুজোর শুরু। এদিন সন্ধ্যায় দেবীকে বরণ করে ঘরে তোলা হয়। তাই আজকের দিনটি বিশেষভাবে শুভ। আর সেই কারণেই আজ মহিলারা নিজেদের বাঙালির সাজে সাজিয়ে তোলে। মহিলাদের এই সাজে যেমন থাকে ট্র্যাডিশনাল শাড়ি, তেমনই থাকে সোনার গয়নাও। ফলে এখন সোনার দামের উত্থানপতন বিশেষভাবে গুরুত্ব পায়। তবে গত কয়েকমাস ধরেই সোনার দামের ঊর্ধ্বগতি চিন্তায় ফেলেছে ক্রেতাদের। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি পাওয়ার কারণেই দুর্মূল্য হয়েছে এই সোনালী ধাতু।
এই উর্দ্ধমুখী বাজারে গতকাল বৃহস্পতিবার কলকাতায় সোনার বাজারদর ছিল উর্দ্ধমুখী অবস্থায়। আর সপ্তাহের পঞ্চম দিন অর্থাৎ শুক্রবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম রইল স্থিতিশীল অবস্থায়। পাশাপাশি, এদিন বৃদ্ধি বা হ্রাস পেল না রূপোর দামও। এখন দেখে নিন, এই সময়টি সোনার গয়না বা রূপা কেনার জন্য সুসময় কিনা। একনজরে চোখ বুলিয়ে নিন কলকাতায় আজকের সোনার দরদামে।
আজ কলকাতায় সোনার দাম (২০.১০.২০২৩-শুক্রবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬০,৭৬০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৫,৭০০ টাকা।
গতকাল কলকাতায় সোনার দাম (১৯.১০.২০২৩-বৃহস্পতিবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬০,৭৬০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৫,৭০০ টাকা।
আজকের মূল্যবৃদ্ধি
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
০০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
০০ টাকা।
আজ কলকাতায় রূপোর দাম (২০.১০.২০২৩-শুক্রবার)
৭৪,৬০০ টাকা প্রতি কেজি
গতকাল কলকাতায় রূপোর দাম (১৯.১০.২০২৩-বৃহস্পতিবার)
৭৪,৬০০ টাকা প্রতি কেজি
আজকের মূল্যবৃদ্ধি
০০ টাকা প্ৰতি কেজি
প্রসঙ্গত, শুক্রবার বিশ্ব বাজারে সামান্য ঊর্ধ্বমুখী সোনার দাম। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ১৯৪৫.৬০ মার্কিন ডলার। আজ তা বেড়ে হয়েছে ১৯৭৭.৭০ মার্কিন ডলার। আর এর প্রভাব দেশীয় বাজারে স্পষ্টভাবে দেখা যায়নি। কারণ দেশীয় বাজারে আজ সোনার দাম রয়েছে স্থিতিশীল অবস্থায়।