whatsapp channel

ভরা স্টেজে গিন্নির সঙ্গে তুমুল নাচলেন গোপাল ভাঁড়, মুহূর্তে ভাইরাল ভিডিও

অষ্টাদশ শতাব্দীতে নদীয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন গোপাল চন্দ্র প্রামাণিক। বিশেষ একজন মনোরঞ্জনকারী হিসেবে তিনি যথেষ্ট পরিচিত ছিলেন। কৃষ্ণনগর পৌরসভার সীমানা ঘূর্ণিতে গোপাল ভাঁড়ের নতুন মূর্তি রয়েছে।…

Avatar

HoopHaap Digital Media

Advertisements
Advertisements

অষ্টাদশ শতাব্দীতে নদীয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন গোপাল চন্দ্র প্রামাণিক। বিশেষ একজন মনোরঞ্জনকারী হিসেবে তিনি যথেষ্ট পরিচিত ছিলেন। কৃষ্ণনগর পৌরসভার সীমানা ঘূর্ণিতে গোপাল ভাঁড়ের নতুন মূর্তি রয়েছে। তাকে নাসিরুদ্দিন এবং বীরবলের সমতুল্য হিসাবে গণনা করা হয়।

Advertisements

সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে সত্যি সকলে অবাক হয়েছে। গোপাল ভাঁড় তো কবেই পরলোকগমন করেছেন। কিন্তু সেই গল্পের গোপাল ফিরে এসেছে বাস্তবের পর্দায়। স্টেজের উপরে উঠে গোপাল এবং গোপালের বউ দিব্যি নেচে চলেছে।

Advertisements

সত্যিকারের এমন গোপালকে নাচতে দেখে প্রত্যেকেই অবাক হয়েছেন। যদিও এটি কোন অনুষ্ঠান বাড়ির ঘটনা বলেই মনে হয়। একদল মানুষ এমন বহুরূপী সেজে তারা পয়সা রোজগার করে। যেখানে তারা গোপাল সাজার সিদ্ধান্ত নিয়েছেন, তাই দেখে তো মানুষের নিতেই হেসে গড়াগড়ি খাবে।

Advertisements

Advertisements
whatsapp logo
Advertisements
Avatar
HoopHaap Digital Media