Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

Weather Update: দু’দিক থেকে ঘূর্ণাবর্তের আঘাত! কাল দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কতা ৭ জেলায়

একটা বৃষ্টি নামলেই যেন শহরের রাস্তাঘাট জলের তলায়! এবার সেই বৃষ্টি আসছে অনেক বেশি ঘনঘন আর অনেক বেশি জোরে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে নিম্নচাপ, যার জেরে জুলাইয়ের ৬ এবং ৭ তারিখ জুড়ে রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে সবচেয়ে বেশি বিপদের আশঙ্কা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায়। এইসব এলাকায় বৃষ্টির পরিমাণ দিনে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে। এর সঙ্গে থাকতে পারে বজ্রপাত, দমকা হাওয়া এবং প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪৫ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও জুলাই ১০ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনার বসিরহাটে গত ২৪ ঘণ্টায় ১০২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে, যা থেকে স্পষ্ট যে বৃষ্টির প্রকৃতি কতটা ঘনঘন এবং প্রবল হতে চলেছে। আবহাওয়া দফতরের পরামর্শ অনুযায়ী, সাধারণ মানুষকে এই সময় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে হবে। জলবদ্ধতা, ট্র্যাফিক জ্যাম এবং বিদ্যুৎ সংক্রান্ত সমস্যাও দেখা দিতে পারে। বিশেষ করে স্কুল-কলেজ, অফিসগামীদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

 প্রাসঙ্গিক ৫টি প্রশ্ন ও উত্তর

১. কোন তারিখে সবচেয়ে বেশি বৃষ্টির আশঙ্কা?
→ জুলাই ৬ এবং ৭ তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সবচেয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

২. কোন জেলাগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে?
→ পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টি হতে পারে।

৩. কলকাতায় কী ধরনের আবহাওয়া থাকবে?
→ কলকাতায় টানা মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন ধরে।

৪. উত্তরবঙ্গে কী ধরনের সতর্কতা জারি হয়েছে?
→ দার্জিলিং ও জলপাইগুড়ি সহ পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টির পাশাপাশি ধসের সম্ভাবনা থাকায় সতর্কতা জারি হয়েছে।

৫. এই বৃষ্টির ফলে কী ধরনের সমস্যার মুখে পড়তে পারেন সাধারণ মানুষ?
→ জল জমা, রাস্তা বন্ধ, যানজট, বিদ্যুৎ বিভ্রাট এবং ধসের মতো ঘটনা ঘটতে পারে।