বিষধর সাপের মুখ থেকে নিজের সন্তানদের বাঁচালেন মা মুরগি, তুমুল ভাইরাল ভিডিও

HoopHaap Digital Media

মা তো মা ই হয়, সে মানুষ মা ই হোক কিংবা পশুপাখি মা ই হোক। মায়ের কর্তব্য হলো সন্তানকে জন্ম দেওয়া এবং সন্তানের ভালো-মন্দ খেয়াল রাখা। সমস্ত বিপদ থেকে সন্তানকে আগলে রাখা প্রত্যেকটি মায়ের একান্ত কর্তব্য। নিজের প্রাণের ঝুঁকি নিয়েও সে সন্তানকে বাঁচানোর জন্য সামনের দিকে এগিয়ে যায়।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটা বিশাল আকারের বিষধর সাপ মুরগির ছানার দিকে এগিয়ে যাচ্ছে তাদের ধরে খাবে বলে। কিন্তু মা মুরগি প্রচন্ড সচেতন হয়ে নিজের অতটুকু শরীর নিয়ে এই ডানা ঝাপটাতে ঝাপটাতে সাপকে ভয় দেখানোর জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সে জানে সাপের দিকে তার ছুটে যাওয়া তার জন্য ভীষণ বিপদজনক, কিন্তু যতই হোক সেতো মা। চোখের সামনে সন্তানদের মৃত্যু বা কি করে দেখতে পারে? ডানা ঝাপটিয়ে সাপকে ভয় পাইয়ে বাচ্চাদের উদ্ধার করল মুরগি।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ-বিদেশের আনাচে-কানাচে ঘটতে থাকা নানান ঘটনা বিশ্বের দরবারে এক মুহূর্তের মধ্যে পৌঁছে যেতে পারে। এজন্য সোশ্যাল মিডিয়াকে ধন্যবাদ জানাতে হয়। পশুপাখিদের নানান ঘটনা এক মুহূর্তের মধ্যে আপনার চোখের সামনে চলে আসতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। দেখুন সেই ভিডিও।

Leave a Comment