Finance News

Gold Price: স্বাধীনতা দিবসে কতটা উত্থান-পতন হল সোনার দামে? কলকাতায় কত চলছে দর!

সোনার দামে (Gold Price) চড়াই উতরাই লেগেই থাকে। খুব কম দিনই এমন থাকে যেদিন দামে কোনো হেরফের হয় না। অনেক সময় সোনার দাম  থাকে একটানা কমতির দিকে। আবার কখনো দাম বাড়ে চড়চড়িয়ে। যারা সোনা কেনার পরিকল্পনা করছেন তাদের সোনার দামে একবার চোখ বুলিয়ে নেওয়া ভালো।

বিভিন্ন অনুষ্ঠানের জন‍্য সোনা কেনার সঙ্গে সঙ্গে যারা সোনায় বিনিয়োগ করেন,তারা জানেন যে প্রতিদিন সোনার দামে হেরফের হতে পারে। কখনো দাম বেড়ে যায়, কখনো আবার কমে যায়‌। ১৫ ই অগাস্ট, বৃহস্পতিবার কলকাতায় কত চলছে সোনার দর?

বৃহস্পতিবার সোনার দাম

সোমবার ১ গ্রাম সোনার দাম বেড়ে হয়েছে ৭,০৫৮ টাকা এবং কেজি প্রতি সোনার দাম রয়েছে ৭,০৫,৮০০ টাকা। মঙ্গলবার ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭,১৬,২ টাকা এবং কেজি প্রতি সোনার দাম রয়েছে ৭,১৬,২০০ টাকা। বুধবার ১ গ্রাম ২৪ ক‍্যারাট সোনার দাম রয়েছে ৭,১৫,১ টাকা। ১ কেজি সোনার দাম এদিন রয়েছে ৭,১৫,১০০ টাকা। বৃহস্পতিবার অপরিবর্তিত রয়েছে ২৪ ক‍্যারাট সোনার দাম।

২২ ক‍্যারাট সোনার দাম সোমবার রয়েছে গ্রাম প্রতি ৬,৪৭০ টাকা। ১ কেজি সোনার দাম এদিন রয়েছে ৬,৪৭,০০০ টাকা। মঙ্গলবার ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৫৬৫ টাকা। কেজি প্রতি সোনার দাম এদিন রয়েছে ৬,৫৬,৫০০ টাকা। বুধবার গ্রাম প্রতি ২২ ক‍্যারাট সোনার দাম রয়েছে ৬,৫৫৫ টাকা‌। কেজি প্রতি সোনার দাম এদিন রয়েছে ৬,৫৫,৫০০ টাকা। ২২ ক‍্যারাট সোনার দামও এদিন অপরিবর্তিত রয়েছে।

১ কেজি ১৮ ক‍্যারাট সোনার দাম সোমবার রয়েছে ৫,২৯,৪০০ টাকা। মঙ্গলবার কেজি প্রতি সোনার দাম রয়েছে ৫,৩৭,২০০ টাকা। বুধবার ১ কেজি ১৮ ক‍্যারাট সোনার দাম এদিন রয়েছে ৫,৩৬,৩০০ টাকা। বৃহস্পতিবার ১৮ গ্রাম সোনার দাম রয়েছে একই।

মঙ্গলবার রূপোর দাম

সোমবার ১ গ্রাম রূপোর দাম রয়েছে ৮৩ টাকা। ১ কেজি রূপোর দাম এদিন রয়েছে ৮৩,১০০ টাকা।

মঙ্গলবার কেজি প্রতি রূপোর দাম রয়েছে ৮৩,৫০০ টাকা।

বুধবার ১ গ্রাম রুপোর দাম রয়েছে ৮৩ টাকা এবং কেজি প্রতি রূপোর দাম রয়েছে ৮৩,০০০ টাকা।

বৃহস্পতিবার ১ কেজি রূপোর দাম রয়েছে ৮৩,৫০০ টাকা।

Related Articles