Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

Railways Railways: হাওড়া ডিভিশনে নজিরবিহীন ট্রেন বাতিল, যাত্রীদের জন্য ৩৯ দিনের সতর্কতা জারি

রেলের উন্নয়নের কাজ চলবে প্রায় তিন মাস। আর এই কাজের জেরেই পূর্ব রেলের হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য বড়সড় অসুবিধার মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কাটোয়া–আজিমগঞ্জ শাখায় ট্রাফিক ও পাওয়ার ব্লকের কারণে টানা ৩৯ দিন বন্ধ থাকবে নির্দিষ্ট কয়েকটি ট্রেন। শুরু হবে ২৬ জুন থেকে, চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন ৪ ঘণ্টার জন্য এই ব্লক চালু থাকবে। ফলে রেল চলাচল পুরোপুরি বন্ধ না হলেও, নির্দিষ্ট সময়ে কিছু লোকাল ট্রেন বাতিল রাখা হবে। বাতিলের তালিকায় রয়েছে আজিমগঞ্জগামী ট্রেন নম্বর ৫৩০১২ ও ৫৩০১৪ এবং কাটোয়াগামী ৫৩০০৯ ও ৫৩০১১ নম্বর ট্রেন। যাত্রীদের জন্য ইতিমধ্যেই পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে এই ব্লকের সূচি ও বন্ধ থাকার দিনগুলি।

কোন কোন দিনে বাতিল থাকছে ট্রেন?

এই ব্লক সংক্রান্ত কাজের কারণে জুন মাসে ২৬ ও ২৮ তারিখে ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। জুলাই মাসে ১, ৩, ৫, ৮, ১০, ১২, ১৫, ১৯, ২২, ২৪, ২৬, ২৯ ও ৩১ তারিখে ট্রেন চলবে না। আগস্ট মাসে ২, ৫, ৭, ৯, ১২, ১৪, ১৬, ১৯, ২১, ২৩, ২৬, ২৮ ও ৩০ তারিখেও একই পরিস্থিতি থাকবে। আর সেপ্টেম্বরে বন্ধ থাকবে ২, ৪, ৬, ৯, ১১, ১৩, ১৬, ১৮, ২০ ও ২৩ তারিখে।

বিশেষ ট্রেন বা দূরপাল্লার ট্রেনে কী ব্যবস্থা?

যাঁরা দূরত্বভিত্তিক ট্রেন বা স্পেশাল ট্রেনে যাত্রা করবেন, তাঁদের জন্য পূর্ব রেল বিকল্প ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। এই সময়ে যদি বিশেষ ট্রেনের প্রয়োজন পড়ে, তবে রুট পরিবর্তন অথবা ট্রেন নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। যাত্রীদের আগেই সতর্ক করে দিয়ে রেল কর্তৃপক্ষ বলেছে, প্রয়োজনীয় সফর পরিকল্পনা যেন আগেভাগে করে নেওয়া হয়, যাতে অসুবিধায় না পড়তে হয়।

 FAQ – আপনার ৫টি সাধারণ প্রশ্নের উত্তর

1. এই ট্রাফিক ও পাওয়ার ব্লক কবে থেকে কবে পর্যন্ত চলবে?
  ২৬ জুন থেকে ২৩ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।

2. প্রতিদিন কত ঘণ্টা ব্লক চলবে?
  প্রতিদিন ৪ ঘণ্টা করে ব্লক কার্যকর থাকবে।

3. কোন কোন ট্রেন বাতিল থাকবে?
  ট্রেন নম্বর ৫৩০১২, ৫৩০১৪, ৫৩০০৯ ও ৫৩০১১ বাতিল থাকবে নির্দিষ্ট দিনে।

4. বিশেষ ট্রেন চলবে কি না?
  বিশেষ ট্রেন বা দূরপাল্লার ট্রেন থাকলে বিকল্প রুট অথবা সময় অনুযায়ী চলাচলের ব্যবস্থা নেওয়া হবে।

5. যাত্রীরা কীভাবে প্রস্তুতি নেবেন?
  আগেভাগে যাত্রা পরিকল্পনা করে, বাতিল তারিখ যাচাই করে ভ্রমণের সিদ্ধান্ত নেওয়া উচিত।