দক্ষিণ মেক্সিকোর উপকূলে ঘনিয়ে আসছে এক প্রবল ঘূর্ণিঝড়, যার নাম ‘এরিক’। পূর্ব প্রশান্ত মহাসাগরের এই ট্রপিক্যাল স্টর্মটি ক্রমশ শক্তি সঞ্চয় করে বুধবারের মধ্যেই হারিকেনে রূপ নিতে চলেছে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।এই মুহূর্তে এরিক অবস্থান করছে মেক্সিকোর পুয়ের্তো আঞ্জেল শহরের দক্ষিণ-পূর্বে প্রায় ৪২৭ থেকে ৪৬০ কিলোমিটার দূরে। ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে ঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটার বেগে এগোচ্ছে। এর মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ পৌঁছেছে ঘণ্টায় ৭৫–৮৫ কিমি। আবহাওয়াবিদদের মতে, পরবর্তী ২৪ ঘণ্টায় এটি আরও তীব্র হয়ে উঠতে পারে এবং বুধবারের মধ্যেই ক্যাটাগরি ২ বা ৩-এর হারিকেনে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা প্রবল।
এরিকের জন্য ইতিমধ্যেই দক্ষিণ মেক্সিকোর উপকূলবর্তী অঞ্চল—পুয়ের্তো আঞ্জেল থেকে পুন্তা মালডোনাদো পর্যন্ত—হারিকেন সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি পুন্তা মালডোনাদো থেকে আকাপুলকো পর্যন্ত হারিকেন ও ট্রপিক্যাল স্টর্ম সতর্কতা জারি হয়েছে। পুয়ের্তো আঞ্জেল থেকে সালিনা ক্রুজ পর্যন্ত এলাকাও সতর্কতার আওতায় আনা হয়েছে।আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই ঝড়ের প্রভাবে ওয়াক্সাকা ও গুয়েরেরো প্রদেশে ২০ ইঞ্চি বা ৫১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। পার্শ্ববর্তী রাজ্যগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। প্রবল বৃষ্টির ফলে উপকূলীয় অঞ্চলগুলিতে জলোচ্ছ্বাস, হড়পা বান এবং ভূমিধসের ঝুঁকি থাকছে।প্রসঙ্গত, এরিক হল এই মৌসুমে পূর্ব প্রশান্ত মহাসাগরের পঞ্চম নামপ্রাপ্ত ঝড় এবং সম্ভবত দ্বিতীয় হারিকেন। এটি চলতি বছরে স্বাভাবিক সময়ের আগেই সৃষ্টি হয়েছে, যা আবহাওয়াগত দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ।
পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
১. ঘূর্ণিঝড় এরিক বর্তমানে কোথায় অবস্থান করছে?
পুয়ের্তো আঞ্জেল শহরের দক্ষিণ-পূর্বে প্রায় ৪২৫-৪৬০ কিলোমিটার দূরে।
২. এটি কবে হারিকেনে পরিণত হতে পারে?
মঙ্গলবার রাতের মধ্যেই এটি হারিকেনে রূপ নিতে পারে।
৩. কোন কোন অঞ্চলে সতর্কতা জারি হয়েছে?
পুয়ের্তো আঞ্জেল থেকে পুন্তা মালডোনাদো পর্যন্ত হারিকেন সতর্কতা; আকাপুলকো এবং সালিনা ক্রুজ পর্যন্ত ট্রপিক্যাল স্টর্ম সতর্কতা।
৪. বৃষ্টিপাত কতটা হতে পারে?
ওয়াক্সাকা ও গুয়েরেরো প্রদেশে প্রায় ২০ ইঞ্চি পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে।
৫. ঝড়টি কতটা শক্তিশালী হতে পারে?
ক্যাটাগরি ২ বা ৩ হারিকেন পর্যন্ত শক্তি অর্জনের সম্ভাবনা রয়েছে।